নীতিশ রায়ের কবিতা সমগ্র ট্যাগের সব লেখা

বিয়ে বাড়ি
হৈচৈ হৈচৈ বিয়ে বাড়ির হৈ চৈ,
চারিদিকে লোকজন হরদম হৈ হৈ।
ছোট ছোট ছেলেমেয়ে মুখে হাসি সারাদিন,
আসবে বর আজ, মন নাচে ধিনধিন।
সূর্যটা যায় হেলে পশ্চিম আকাশে,
সানাই এর সুর বাজে দুর ঐ বাতাসে।
লোকজন সাথে নিয়ে বর এল সন্ধ্যায়,
চারিদিকে ছোটাছুটি, বর দেখে আসি আয়।
কিশোর কিশোরীরা আড় চোখে দেখে পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৫৫ বার দেখা | ১০১ শব্দ
বুকের মানিক
দুঃখী এক মাতা কেঁদে ফেরে একা
কোল জুড়ে হাহাকার।
দিলনা বিধাতা পুরিল না আশা
রহিল কালো আঁধার।
জোড় করি হাত জেগে সারা রাত
মানত করে দরগায়।
আলো দিলে কোলে ডাকিব তোমারে
পুঁজিব তোমার পায়।
চাহিল বিধাতা পুরিল আশা
কোল হল আলোকিত।
কুটিকুটি হাসে বসে মা পাশে
দেখে মুখ উচ্ছ্বাসিত।
যতদিন গেল বাড়িয়া পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭৯৫ বার দেখা | ১১৮ শব্দ