পেটের ক্ষুধার দুপুর চোখের জোছনা বিলাসে।
ভিতরের অসহ্য ক্রোধের পাহাড় ছাপিয়ে,
চোখে মুখে ফোটায় চকচকে হাসির নক্ষত্র।
মধ্যবিত্ত প্রাণে নতুনের গোপন চাওয়া ঢেকে থাকে,
পুরনো জিনিসে ভালোবাসার চাদরের তলে।
মধ্যবিত্ত মাথার উপরে সূর্যের করুণ ঝলক,
নিমেষেই বদলে যায় শ্রাবণের কালো মেঘে।
মধ্যবিত্ত

