বলা যেতে পারে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে।
নষ্ট সমাজের নগ্নতার কদার্য্যে,
মৃত্যু হয়না আমাদের এখানে সহজে। সোনালি স্বপ্নীল রঙিন ফানুসে,
হয়না আমাদের জীবন রাঙা।
কলুষিত এই কদাকার সমাজে,
বারেবারেই আমাদের স্বপ্ন ভাঙে। দিগন্তের বিশাল আকাশের মতো,
আমাদের রয়েছে কত স্বপ্ন।
কিন্তু এই পুরুষ শাসিত নাঙ্গা সমাজে,
স্বপ্ন

