দাউদ এর কবিতা ট্যাগের সব লেখা

আগুন
আগুন
আগুন
দ্বিগুণ উসকে দিয়ে
নেমে আছ হংসমিথুন জলে। পাথর গলে নামে লাভা স্রোত
প্লাবনপীড়িত আমি করিনি প্রতিরোধ! যত ইচ্ছে আসুক লম্ফন
তবুও তো; পতিত করার জন্য
দিতে হবে মন্ত্র সূত্রের চুম্বন। পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৫ বার দেখা | ২৫ শব্দ ১টি ছবি
বিমগ্ন অমিত সুখ
বিমগ্ন অমিত সুখ
তার এক লহমায় নিবিষ্ট আমার সমগ্র জীবন
যার এক এক হাসিতে নিরাময় আমার জরা ভীষণ।
সেই রমণীর চোখের জলে আমার বুকে নামে বাণ উথাল পাতাল
তার একটি চুম্বনে বেঁচে রই আমি প্রাণান্ত প্রেম, অনন্ত কাল।
ওরে ঝড়ো হাওয়া
ওর কাছে কি আছে তোর আসা পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৭২ বার দেখা | ১০৬ শব্দ ১টি ছবি
মৃত্যু!
মৃত্যু!
সে তো একটা পর্দা মাত্র, যার
এপার- ওপারের মধ্যে দূরত্ব হচ্ছে একটি মাত্র নিঃশ্বাস!
প্রত্যেকের জীবনে এটি একবারই আসবে,
আপনি চাইলেই এর স্বাদ দুবার পেতে পারবেন না;
সুতরাং সবার উচিত
একে তৃপ্তির সাথে গ্রহণ করার জন্য নিজেকে তৈরি করা। যেন বলতে পারি
আহ তৃপ্তি
যাচ্ছি চির পূর্ণিমার দেশে পড়ুন
কবিতা, জীবন | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৫ বার দেখা | ৪৩ শব্দ
স্বাধীনতা যার নাম
স্বাধীনতা যার নাম
এক মুঠো মাটি আলিঙ্গন করি বুকে তুলে
এক মুঠো স্বপ্ন বপন করি হৃদয়ের চাতালে।
সোনা রোদ্দুর উজ্জ্বল সকালে
এক বিন্দু শিশির ছুঁই রুক্ষ আঙ্গুলে;অরণ্যেক প্রহেলিকায়
নির্মল সজীবতায় হেসে উঠে লাল সবুজের পতাকা,
– এই টুকু প্রশান্তির নামই স্বাধীনতা!
এই টুকু ভালোবাসারই কাঙাল বাংলার আমজনতা। ফাগুনের তপ্ত পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬০ বার দেখা | ১৩৯ শব্দ ১টি ছবি
হে বসন্ত হও অনন্ত!
হে বসন্ত হও অনন্ত !
হে বসন্ত হও অনন্ত
সূর্যের ডানায় উড়ে বেড়াও আদিগন্ত পথ
দীপালির গ্রীবায়- কাঁচা দুষ্টুমিতে
ছুঁইয়ে দাও তোমার প্রাণবন্ত পেখম
অনুপম লজ্জারা পালিয়ে যাক আমার প্রিয়তমার ওষ্ঠ থেকে তেপান্তরের মাঠ ছুঁইয়ে আয়ুষ্মান করে দাও
বিস্তীর্ণ শস্য ক্ষেত। গুন গুন গুঞ্জরনে উঠে আসুক মৌমাছিরা
প্রাণান্ত উল্লাসে ছুটে আসুক কৃষাণীর পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৪৭৪ বার দেখা | ৯৩ শব্দ ১টি ছবি
মৌ চাক
মৌ চাক
প্রায় প্রতিদিন লোভ লাগে
মৌ চাকে
হস্তক্ষেপ করে চমকে দিই নৈসর্গের উদ্যান!
সর্বদা মিসমিস করা ছোঁয়ার স্নায়ু,
অহর্নিশ
জাগিয়ে রাখে অন্তস্থ নির্বাণ
আস্ত পাহাড় টলিয়ে দেয়ার উত্তেজনায়।
তোমাকে দেখি
অনুপম উৎকর্ষে- গানে ও গমনে,
মনোরম বাগানের স্ফুটিত ফুলের সুষমায়।
আমারও মনে উৎফুল্ল জাগে
চরম!
লোভ লাগে টাটকা মধু সূদনে
একবার আপাদমস্তক মাতাল হই!
চমকে পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৪৪ বার দেখা | ৫১ শব্দ ১টি ছবি
বেঁচে আছি প্রতিদিন
বেঁচে আছি প্রতিদিন
এখনো/
আঁতুড় ঘরের গন্ধ গায়ে/
এখনো / মধুর স্বরে ডাকে/ মায়ে/
এখনো কেঁদে উঠি/ একাকী/
আলগা হলে / মায়ের বুক /
আসলে/
এখনো আছি/ ছোট্ট সেই পীযুষ টি/
বাবা মায়ের দাউদ/
কখনো/
উদাসী/ কখনো হাসি মুখ/
এখনো /রক্ত-ঘাম /ঝরায় /
অশ্রুত প্রার্থনায় /
চায়/ আমারই সুখ/
দেখতে দেখতে/ কেটে গেছে/ তিন যুগ/
বসন্ত/
ঝরেছে রঙ্গও পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৪২ বার দেখা | ৮৫ শব্দ ১টি ছবি
যে কোন সংজ্ঞাই নিরর্থক এখন
যে কোন সংজ্ঞাই নিরর্থক এখন
যে কোন সংজ্ঞাই নিরর্থক এখন
অস্তিত্ব হীন প্রেমে কেটে যায় রাত নির্ঘুম নির্মমে।
অজর নয়নে অনর্থক অশ্রুর বিসর্জন, মাঘের হিমে
অবসিত যৌবন; নির্বিশেষে হয়ে গেছে চেতনা লুণ্ঠন!
যদিও তুমি আচ্ছন্ন শীতনিদ্রায় পুরুষালী ওমে
তবু চিত্ত তোমার অশান্ত ঢের, অবিশুদ্ধ কামে! অস্বীকার করতে পারো?
যখন তুষারের পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০০ বার দেখা | ১৫৩ শব্দ ১টি ছবি
পর্দার আড়ালে যক্ষের হাসি
পর্দার আড়ালে যক্ষের হাসি
নেড়ি কুকুর গুলো গুহা থেকে বেরিয়ে আসে
সন্ধ্যার পিছু পিছু,
তেড়ে আসে পিশাচ অন্ধকার
আর
নগ্নতার জঘন্য উত্থান!
দেহবৃত্তির জমকালো প্রদর্শনী ঘিরে বিচ্ছিন্ন সভ্যতার তথাকথিত সুশীলেরা ভুলে যায় দিব্যজ্ঞান!
গলির মুখে দিনের উচ্ছিষ্ট স্তূপ-
নির্বাণ আগুনের মত লেকলেকিয়ে উঠে নিবিষ্ট ক্ষুধা!
তারপর সারারাতের হাড্ডাহাড্ডি লড়াই দ্বিধা -নির্দ্বিধার
চড়াই উৎরাই পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৮৪ বার দেখা | ৫৪ শব্দ ১টি ছবি
অর্ঘ উৎসর্গীত তোমার নামে
অর্ঘ উৎসর্গীত তোমার নামে
তুমি বা তোমার স্বত্তা সে দিনেই মারা গেছে
যে দিন ভাদ্রমাসি কুকুরের মত কুঁই কুঁই করে
নির্লজ্জ প্রথায় ধর্না দিয়েছ প্রাক্তন প্রেমিকের কাছে।
বিধ্বস্ত চিত্তে যেখান থেকে তোমাকে প্রথম উদ্ধার করি-
পোড়া বাড়ীর পিছে
জং ধরা পরিত্যক্ত গাড়ীতে
আজো পড়ে আছে তোমার ছেঁড়া শাড়ী, ভাঙ্গা চুড়ি! আলো পড়ুন
অন্যান্য | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৮৪ বার দেখা | ১৬৯ শব্দ ১টি ছবি
দাউদের কাব্যময় উচ্ছ্বাস: দেবী ও কবি ৩৫
দাউদের কাব্যময় উচ্ছ্বাস : দেবী ও কবি ৩৫
কবি,
তোমাকে পেয়েছি আমার আজন্ম তপস্যায়,
পেয়েছি জীবনের ঘোর অমানিশায় নিভু নিভু যখন জীর্ণ প্রদীপ;
তোমাকে পেয়েছি প্রাণের বিদীর্ণ চাতালে যখন বুভুক্ষুর আর্তনাদ
যখন বিদগ্ধ শ্মশানে পোড়মাটি ভেদ করে জেগে উঠল প্রেতাত্মা
দিগন্ত ছেদ করে যখন অবিরত বজ্রনিনাদ হলো উন্মাদ! তখন-
তুমি পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৪ বার দেখা | ১১৮ শব্দ ১টি ছবি
জীবন মন যৌবন
জীবন মন যৌবন
এ জীবন মন যৌবন, এই বলিদান
নিঃস্বার্থ অগ্নিমান; এই পোড়া প্রাণ, নির্মোহের গান,
এই দুর্দশা-হতাশা এই আশা ভালোবাসা প্রতীক্ষমাণ তপস্যা;
বহমান স্রোত নির্বোধ বিসর্জন! এই মনুষ্যত্ব বিকৃত, এই কবিত্ব, পরুষত্ব!
এই জলাঞ্জলি অগত্য আঁধারে-
উলঙ্গ কোলাকোলি!
সেই বাদ- বিবাদ,
জীবনের বাদে আবাদে
নিঃসঙ্গ বিষাদ
নব নব রূপে
সেই তেঁতো পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৯১ বার দেখা | ৯৫ শব্দ ১টি ছবি
জিজ্ঞেস করো
জিজ্ঞেস করো
তুমি তোমার কোঁকড়ানো চুলকেই জিজ্ঞেস করো,
জিজ্ঞেস করো- তার ঢেউর বাঁকে আমার কতখানি প্রেম!
ললাটের ঐ তিল টাকে জিজ্ঞেস করো
কতটা ঐশ্বরিক চুম্বনে আমি নিবেদন করেছি প্রাণের আকুতি;
অবিশ্রান্তির নৈবদ্যে সারা রাতের মন্ত্র জপ,
তুমি তোমার বুকে হাত চেপে দেখো- কত খানি ভালোবাসায়
বিন্দু বিন্দু পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৫০ বার দেখা | ৪৫ শব্দ ১টি ছবি
নীল ক্যানভাস
নীল ক্যানভাস
একবার একটা নীল ক্যানভাস বানিয়েছিলাম
সাদা মেঘের ভেলা ভাসাবো বলে
রঙের ডানায় স্বপ্ন ছড়াবো বলে হাতে নিয়েছিলাম
রং তুলি-
তারপর
কতো আঁকা আঁকি; পাখি, ফুল, নদী
জোনাকি রাত, নিঝুম প্রকৃতি, ঘন আঁধার বন বীথী
কতো কি আঁকলাম! শুধু আঁকা হয়নি স্বপ্নের সেই ভেলা
তোমাকে আঁকতে গিয়ে চিনেছি রং, পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০১৭ বার দেখা | ৯০ শব্দ ১টি ছবি
নির্বাসনের প্রচ্ছদ
নির্বাসনের প্রচ্ছদ
নির্জন প্রবাল দ্বীপের একাকী অধিবাসিনী
ব্যবচ্ছেদের সব টুকু অভিমান নিজের মধ্যে আগলে রেখে
যে দিন চলে গেলে নির্বাসনে, আমার কি সাধ্য ছিলো
তোমাকে আটকে রাখার-
নিশিক্লান্ত প্রহরের বিনিদ্র চাতক আমি
ভোরের শিশির জব্ধ তৃণের মত
অশ্রু সজলতা বিনে-
কি আর আছে আমার?
তোমার মনস্পুত কথা মালার অন্তরালে
পুঁতে পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩১ বার দেখা | ১৩১ শব্দ ১টি ছবি