এড়িয়ে যেতে যেতে নেমে এসেছি পথ ছেড়ে পথের ধারে। সিনা ঘেঁষে ছুটে যায় দ্রুতগামী যানবাহন। দুরন্ত যুবক। ব্যস্ত পথিক। ইচ্ছেরা হাত পা গুটিয়ে নিয়েছে বহুকাল আগে। শীতল অন্তর্যামী, নিস্তেজ, ক্লান্তি আমার । পালিয়ে পালিয়ে লুকিয়ে থাকি অসম্ভবের দিনে। অর্গল
টলে কষ্ট-ভারে,

