শীতপ্রহরে হিম কুয়াশা নিয়ে,
কাব্য হতে পারে।
কাব্য কথায় শীতার্তের
দুঃখ ঘোচে নারে?
কত মানুষ সম্বলহীন,
নাইকো ভবিষ্যত।
বলতে গেলেই নানান যুক্তি,
নানান মতামত ।
যে মানুষগুলো পথের পাশে
থরথরিয়ে কাপে!
কে জানে শাস্তি পায় কেন,
কার কর্মের অভিশাপে?
সবার ই তো আছে একরকম
মাথার উপর ছাদ।
কারো কারো আরো বেশী ই আছে,
এক কথায়
যে বিড়ালটা তোমায় দেখে মীও ডাকে
তোমার ভয়ে আড়াল খুঁজে লুকিয়ে থাকে;
আবার কভু তোমায় দেখে লেজটি নাড়ে
বন্ধু ভেবে তোমায় সে যে আসে ধারে।
দূরে গেলে তোমায় পেতে ব্যাকুল সে যে
মনের টানে প্রতীক্ষাতে তোমায় খুঁজে;
চোখের ভাষায় বন্ধু বলে ভালোবেসে
মীও ডাকে তোমার রুমের দ্বারে এসে।
কেন তাকে হঠাত করে