জীবনের জন্য কবিতা ট্যাগের সব লেখা

গন্ধবিধুর ধূপ
গন্ধবিধুর ধূপ হয়েছি
তাইতো জ্বলি দিনে,
রাতের বেলা বারুদ হয়ে
আগুন নিছি কিনে! কামার-শালার পেরেক আমি
খাচ্ছি আগুন রোজ,
মনের সুখে বিনে পয়সায়
করছি কত ভোজ! দুঃখ আমার জন্মবন্ধু
দুঃখ আমার সাথী,
চোখের সামনে দেখছি কত
গোলাপ-রঙের হাতি! আমার এখন শনির দশা
কামার-বাড়ির লোহা,
পুড়ে-পুড়ে হচ্ছি ঝাঁঝরা,
কেউ বলে না আহা! তপ্তলোহা পুড়ে-পুড়ে পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৪৮ বার দেখা | ৭১ শব্দ ২টি ছবি