সুস্বাদু মাংসের স্বাদ
সাথে সস, তন্দুর, সালাদ ও অন্যান্য। হাজার মাইল বেয়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা
অসহায় পাখিগুলো আসে এই চরাচরে
একটু আশ্রয়ের খোঁজে।
একটু উষ্ণতার লোভে।
বাঁচার তাগিদে। আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক আমরা সুযোগসন্ধানী।
পারিনি তোমাদের রক্ষা করতে,
বরং করেছি উদোর পূর্তি
নানা ব্যঞ্জনে।
রকমারী

