জীবনমুখী কবিতা ট্যাগের সব লেখা

অতিথি পাখি ও আমরা
অতিথি পাখি ও আমরা
বিবেকহীন জিহ্বা বড় বেশী খোঁজে
সুস্বাদু মাংসের স্বাদ
সাথে সস, তন্দুর, সালাদ ও অন্যান্য। হাজার মাইল বেয়ে সুদূর সাইবেরিয়া থেকে উড়ে আসা
অসহায় পাখিগুলো আসে এই চরাচরে
একটু আশ্রয়ের খোঁজে।
একটু উষ্ণতার লোভে।
বাঁচার তাগিদে। আশ্রয়প্রার্থীর রক্ষক হয়ে ভক্ষক আমরা সুযোগসন্ধানী।
পারিনি তোমাদের রক্ষা করতে,
বরং করেছি উদোর পূর্তি
নানা ব্যঞ্জনে।
রকমারী পড়ুন
কবিতা | , | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৯৪ বার দেখা | ৬২ শব্দ ১টি ছবি
সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু
-সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু সদ্য তলানীতে বুদ্ধির বিন্দু
তাইতেই দেরাজ গলা; সদর দরজা আগল আঁটা
সদলবলে বুদ্ধি সাঁটা।
এতটুকুতেই দেমাগ ভারি
পা যেন পরে না মাটির ধুলোয়; কবিতা সে তো অবোধ ভারি!
অহঙ্কারে যে পথ হারালি। সিন্ধুর জলে বিন্দুর ফোটায়
বুদ্ধি আহরণে বিন্দুর মাপন! তাতেই পৃথিবী চনমনে জ্বলজ্বলে
অসীমের সেই সসীমে অট্টহাসি হাঁসে। এ পড়ুন
কবিতা | , | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৯৫ বার দেখা | ৬৩ শব্দ