জীবনবোধের কবিতা ট্যাগের সব লেখা

একদিন আমি ফুরিয়ে যাবো
একদিন আমি ফুরিয়ে যাবো কর্পূরের মতো, শূন্যে মিলাবে আমার অস্তিত্ব,
তখন এইসব মায়াভরা রাতে আমি আর একাকী ঘুমহীন চোখে তোমাকে ভাববো না।
তখনও আসবে হিম কুয়াশা, ফোটা ফোটা ঝরবে শিশির শুকনো কাচা ঘাস পাতার শরীরে,
মেঘ ভাসবে হাওয়ায়, একই ঝুম ঝুম শব্দে নেমে আসবে বৃষ্টির দল,
তারারা জ্বলবে পড়ুন
কবিতা | , , | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩২০ বার দেখা | ১০৩ শব্দ
কিছুই রবেনা জেনো
কিছুই রবেনা জেনো
ক্ষীরের মতো নরম মাটিতে রুয়ে দেয়া গোলাপের চারাগাছটা,
একদিন যৌবনে ভরে দেবে শতশত ফুলের ঘ্রাণে পুরোটা আঙিনা।
সুপারির ভরে নুয়ে যাবে একদিন তার সদ্য গজানো চারাটিও,
তারপর একদিন মরে যাবে এমন করে রুয়ে দেয়া সবকটি চারা।। গ্রীষ্মের তাপদগ্ধ মাটি; উনুনের মত জ্বলবে তীব্র যন্ত্রণায়,
একদিন পড়ুন
কবিতা | , | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৭৩ বার দেখা | ১৫৭ শব্দ ১টি ছবি