জীব দেহ সদা তৎপর; বাতাস ছুঁয়ে জলের ঢেউ
নীল ছুঁয়ে ভাবনা ভাবে। ভাবনা কি অনুভূতির আকর?
দেখতে দেখতে অনুভূতি নাচে; নিরবেও সদা ভাবনা আঁকে
থরে থরে অনুভূতি সাজে। অনুভূতির এপিট ওপিট
মনের সাথে সদ্য আঁটে; অনুভূতি মনে মিশে
মনের দেরাজ আপনা খুলে। প্রেক্ষাপট অনুমিয়, অনুমান সব ধারনার প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপটে অনুভূতি

