স্মৃতিকলা
অনেক দিনতো গেল
দিনভর, চলে গেল; যেতে যেতে অতীত বুনে যায়
পিছনের ফিরে দেখার বাসনা!
পুরানো ঘরটায়,
মৃদু টকা দেয় কে যেন; আচমকা বোধ হয়
খিরকি খুলে যায়
গচ্ছিত স্মৃতিকলা বলে কথা
সেই স্মৃতিকলায় কত কত শাখা প্রশাখা?
যাতনা কলা, সুখ কলা, বিভ্রম কলা,
কৈশর যৌবণ কলা!
ঘরটায় ঠাসা এত এত সব কলাতন্ত্রে