চারু মান্নানের কবিতা ট্যাগের সব লেখা

বসন্ত রাঙা মোহ
——বসন্ত রাঙা মোহ চৈত্রের পাতা ঝরা সাঁঝ
নিঃসঙ্গ আকাশে
রৌদ্র প্রতাপ!
খরায় কনকনে তৃঞ্চা
মনন তেজে
পোড়ায় বার বার; ক্ষয়িষ্ণু কাল
বসন্ত রাঙা মোহ
জানান দেয়
সোনালু ফুলে
রৌদ্র পোড়া চকচকে মোহ
অম্ল স্বাদে; চেখে চেখে যায়
ঐ কালো ঠোঁটের কাক; তৃঞ্চায় যায়
তৃঞ্চায় ফিরে
বিমুখ বিবর্ণ চাহনিতে
ঐ দূরে বসন্ত মেঘ
অনাহারী আকাশ ছুঁয়ে রয়। রূপক কবিতা/ ১৪২৫/চৈত্র/ বসন্তকাল পড়ুন
কবিতা | | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩০৭ বার দেখা | ৪৩ শব্দ
পথে যেতে যেতে মগ্নতা ঘুচে যায়
পথে যেতে যেতে মগ্নতা ঘুচে যায় পথে যেতে যেতে মগ্নতা ঘুচে যায়
বাসনা গুলো স্তুতি হারালো, প্রকৃতির নানা অনামি অবয়ব
সমুখে আমার! বিভ্রান্তির কাঙাল যেন;
কেউ বা নুয়ে পড়ছে
কেউ বা থমকে আছে
কেউ বা যেতে যেতে পিছে ফিরে চেনার একখান প্রবাদ গুনে
অমুকের সমুকের কে জানি কে
চেনার সূত্র ধরে টানে!
খেয়া মাঝির পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৭৫ বার দেখা | ১০১ শব্দ
কর্ম গুনে স্বপ্ন সেঁটে বাঁচ
——-কর্ম গুনে স্বপ্ন সেঁটে বাঁচ চুপসে থাকা বেলুন
অনাথ চুপচাপ থলেতে পড়ে রয়।
বাতাস ভরে এবার তা ফুলে ফেঁপে মস্ত রাঙা
রঙিন বাতাসে টলে; ধায় আকাশে
এবার মনে বেশ অহঙ্কার তার দম্ভ ভরে কত কথা কয়? ফড়িং তুই আয় না আমার সাথে
দেখাব তোরে নীল আকাশের গা
ঘাস ফুলের ডগায় তো রইলি পড়ুন
কবিতা | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৩১ বার দেখা | ১২৬ শব্দ
একুশের দলছুট কবিতা
একুশের দলছুট কবিতা একুশ এলেই বিশ্ব জুড়ে
ভাষার দ্বীপ জ্বালে; হারিয়ে যাওয়া মায়ের মুখে
স্বপ্নের বুলি প্রসন্ন ত্যাজে জাগে। কোথায় সেই রক্তের বসন?
শহীদ বেদিতে রক্তের চিহ্ন আঁকা; বার বার ফিরে
বজ্রমুঠি বিদির্ণ স্লোগানে।
চেতনা ফিরে বছর ঘুরে
কদর্য অধিকার ছুঁয়ে; অধিকারের পথে শত বাঁধা
শীর্ণ তেজে জেগে উঠে। একুশ এলেই মর্মমূলে
[বোধের আঙিনায় মায়ার পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫৫ বার দেখা | ১৫৮ শব্দ
নতুন লেখকের নতুন বই
নতুন লেখকের নতুন বই

চারু মান্নানের, নতুন বই
============================= “একুশ এলে ভুতু সোনা
রং তুলিতে আঁকে,
ফুলে ফুলে শহীদ বেদী
লাল সূর্যটা হাসে। রং পেন্সিল সাদা কাগজ
বোর্ডের সাথে সাঁটা
রং তুলির ছোপ ছাপ
মনে থাকে বাঁধা।”
============
ভুতু সোনা স্কুল যাবে
রাত পোহালে পরে,
চোখে তার ঘুম ছাড়েনি
বেজায় রাগ মনে। ঘুমের ঘোরে স্বপ্ন পড়ুন
ছড়া ও পদ্য | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১৪৫ বার দেখা | ৫৯ শব্দ ২টি ছবি
দলছুট কবিতারা
দলছুট কবিতারা [মৃত্যু হয়েছে মানুষটার]। পারিবারিক কোলহ। ঠিক সন্ধ্যার মসজিদে আজান পড়ছে সাঁঝ ঘনালো, এমন সময়। নিজ বাড়ির, নীচ তলায় বসবাস। ঝগড়া নাকি মাঝে মাঝেই বাধে। আজ শুরু সাঁঝের আগে। স্বামী স্ত্রী এক সময় হাতাহাতি। মানুষ টা বেড় হল, জেদ মাথা গরম করে। সদর দরজা পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৪৯৪ বার দেখা | ২৫৮ শব্দ
থমকে যায় চলার পথ
—- থমকে যায় চলার পথ এই শীতেই তো হারিয়েছি মায়ার কাঞ্চন জঙ্ঘা
যে মায়ায় থমকে থাকে বিশাল আকাশ
থমকে থাকে পাহারের ঝরনা;
দল ভারি কুয়াশার ধুঁয়া
মায়ার আলপনা শিশির ধোয়া মূর্ছনা
বিরহী ঠোঁটে নিত্য পুড়ে মায়ার মর্ম যাতনা
থমকে রয় শিশির বিন্দুর ফোটা
অবারিত উত্তরের ক্ষেপ থমকে যায়
মায়ার মর্তলোক; শুধু চেয়ে চেয়ে পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫১২ বার দেখা | ৮১ শব্দ
মা হারা আমার মা
—–মা হারা আমার মা আমার মা ছিল মা হারা
মা হারা আমার মা; এখন যেমন আমি
অনাথ মা হারা! আগে পাইনি টের
সবই জানা তবু তল খুঁজা হয়নি কখনও
যখন এতিম আমি; মা হারা
তখন খুঁজি, মা আমার এমনি ছিল অনাথ দিশে হারা। আড়াই তিন বছর বয়সে, মা হারা আমার মা
মামা পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৯১ বার দেখা | ১১৩ শব্দ
মাটির পথে মাটির মানুষ
—-মাটির পথে মাটির মানুষ মাটির পথে মাটির মানুষ
দম্ভ খানিক বটে; কত কত ছাপ আঁকে মাটির পরে
সেই আঁকাতেই জনম ভর চলে পথের বাঁকে বাঁকে।
পথের বাঁক, সোজা পথ! সবই তো মাটির রং এ আঁকা
সুবোধ খোলা নীল আকাশ পড়ে ঢলে পথে পথে। মাটির রং সুবোধ কালো, মেটে, সাদা, লাল
ধোয়া পড়ুন
কবিতা | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৪৮ বার দেখা | ৯৮ শব্দ
স্বপ্ন খরার বাঁকে
—–স্বপ্ন খরার বাঁকে একগাদা মিথ্যের বোঝা! চড়িয়েছে যেই
গাধার পিঠে; পড়ল গাধা শুয়ে
বেত্রাঘাত যতই পড়ুক, উঠে না সে তো মোটে!
মিথ্যে বোঝা নাকি বেজায় ভারি?
সইতে না পারে! তাইতো শুনে না প্রভুর হুকুম
টগবগিয়ে চায়; মালিক সোদা দুঃখ বদনে
এবার অন্যখানে যাও। এবার রাগে মিথ্যের বোঝা; গড় গড়িয়ে কয়
লক্ষ কোটি পড়ুন
কবিতা | | ৯ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৯৮ বার দেখা | ১১৯ শব্দ
সে তো হারিয়ে গেল পথে
—সে তো হারিয়ে গেল পথে মেঠো পথ ছেড়ে
সবে যেই মেখেছে
সষেক্ষেত এর হলদে পরাগ
ডানা মেলে সবে যৌবন
দিগন্তের ঐ
অনামি পথে ছুটে ছুটে
রক্ত রাগ প্রেম সদা দেয় দোল
কোজাগরী জোছনা ভাসান
দিগন্তের পথ ফুরিয়ে আসে
আমলকির বনে;
একটু স্থুতিতে
হাজারও স্বপ্ন ঘুড়ি উড়ায়
অমানিশার প্রেম সুধা রসে
বিরহ যাতনা কেটে যায়
কত কত রাত পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২৬৬ বার দেখা | ৭৭ শব্দ
রঙধনু মরীচিকা
—রঙধনু মরীচিকা ডেকো না আর পিছু ডেকো না
দেখতে দেখতে পথের নিশানা,
ধুলা ঝড়ে যায় উড়ে; কদাচিৎ চিহ্ন আঁকে
মাড়িয়ে যাওয়া সবুজ ঘাসের পরে
আধেক হলুদাভ মুর্চ্ছা যাওয়া তার শরীর। বাতাস ডেকে কয় ও গো স্বপ্নচারী
কত আর রইবে পড়ে পথের ধারে,
আমার মতো করে সঙ সাজো; রঙধনু মরীচিকা
তবেই পাবে ভালোবাসা অঙ্গন পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৬ বার দেখা | ৭৪ শব্দ
স্বপ্ন বয়ে কাঁদায় আঁধার
—স্বপ্ন বয়ে কাঁদায় আঁধার এখানে আলোয় আলোয় ভরা
তবুও বিদ্রূপ করে মারে টুকরা টুকরা আঁধার
এতটা আলোর মাঝে ও
এই আঁধার যেন চির জাগ্রত;
আলোকে ঠেলে বীভৎস আবরণে জেগে উঠে
বার বার আবার নিমেষ ই মিলিয়ে যায়
এই আঁধার হন্তারক বেশে ঘুরে বেড়ায়
আঁধার কালোতে মিশে। এখন আলো না কি সভ্যতার?
নতুন সভ্যতা, পেরিয়েছি পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯৮৯ বার দেখা | ৭৮ শব্দ
বিস্বাদ আঁকে সর্বনাশে
—বিস্বাদ আঁকে সর্বনাশে আমি তুমির পর্যায় এখন বিবর্ণ অতীত
তবু কেন বর্তমানে?
ভাবনার কল কাঠি;
সে কি তবে তুমি আমি ছিলাম দুইয়ে দুই
তাই বুঝি এখন মুহূর্তেরা!
সর্বনাশের দিঠি; যাই বলো না, ভুলেই থাকা যদি
দুইয়ে দুইয়ে, যুগ পেরুল কত দিবানিশি?
আধেক যখন তুমি ছিলে, অন্য আধেক
তোমারই প্রাণ; নাইতে জলে জলছবি ভাসে পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৫২ বার দেখা | ৮০ শব্দ
কবিতায় গল্প
—কবিতায় গল্প কবিতায় গল্প বলে ঐ সুদূরে আকাশ
কবিতায় গল্প বলে শূন্যে ঝুলে কোটি নক্ষত্র
কবিতায় গল্প বলে সচল বায়ু
কবিতায় গল্প বলে মেঘ মেঘমল্লার দল। কাশবন বাতাসে দুলে
সাদা মেঘের পালকি চলে, হুনহুনা! হুনহুনা!
দিগন্তে ঐ নীল আকাশের আঁচল পাতা রাশি রাশি স্বপ্নমাখা গল্প বলে।
বেলা শেষে সন্ধ্যাবতীর গায়ে
গল্প বলে রং পড়ুন
কবিতা | | ৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪১৫ বার দেখা | ৯৪ শব্দ