চারু মান্নানের কবিতা ট্যাগের সব লেখা

আমাকে যেতে দাও
_______আমাকে যেতে দাও স্বাধীনতা আজ, বিমর্ষ যন্ত্রণা! মুক্তির আশফলন
মৃত্যুর মরীচিকা যেন;
কদর্য লেহনে, ঘুরে বেড়ায় দেশ হতে দেশান্তর
প্রেম আজ মৃত্যুর শোক গাঁথা, অশ্রুজল
অবিরাম ভিজে! মৃত্তিকা পান করে শোষণে। আমাকে যেতে দাও, সেই মৃত্যুর মিছিলে
শবদেহ আর সাদা কাফনে!
মুক্তির স্বাদ; অতল তলে হারিয়ে যাক, লুকিয়ে যাক
ডুবে যাক অপর পড়ুন
কবিতা | | ৫ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২২০৯ বার দেখা | ৬৬ শব্দ
_______লকডাউন যাপন
_______লকডাউন যাপন কত দিন পর কবিতার কি প্যাডে?
দিলাম হাত;
আর তখনই গ্রীস্মের তাপদাহ স্বর্ণচূড় ফুলে চমকায়
তোমার হাতের ছোঁয়া বিরহের নামান্তর! ধুঁ ধুঁ রৌদ্রর মরিচীকায় মৃত্যুর অম্লঘ্রাণ
ঘর্মাক্ত বিষ্ঠার বিষন্নতা ছড়িয়ে যায়,,
হাওয়ার শরীর জুড়ে; সরীস্রিফের শীতনিদ্রার মতো
লকডাউন যাপন।
তোমায় মনে পড়েছিল খানিক রোদ্রপোলাপে
সজুব ঘাসে চিতল হরিণীর
ঘাসে যাবর কাটার মতো করে;
বনুনে নন্দন পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২১৬৪ বার দেখা | ৬১ শব্দ
অদৃশ্য ঘণ্টাধ্বনি
অদৃশ্য ঘণ্টাধ্বনি
কোথায় ও
কোন ঘণ্টা বাঁধা নেই?
তবুও ঘণ্টার আওয়াজ ভেসে আসে
যেন মেঘের চাতাল হতে!
ঢ়েরা পেটার মতো
সারা পৃথিবী জুড়ে বিমর্ষ এক ঘণ্টাধ্বনি
বেজে চলেছে তো চলছে
যেন এক রাজার আদেশ? এখনি তাঁর দরবারে
হাজির হতে হবে;
না হলে শাস্তি অশেষ বিড়ম্বনার! নাকে খত দেবার মতো
আর ও পথে হেঁটো না; ও যে পড়ুন
অন্যান্য | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২৩৩ বার দেখা | ৮৭ শব্দ
হাওয়া ময়
_______হাওয়া ময় শোনছো না কি?
আজরাইল ঘুরছে, হাওয়া ময়
হাওয়ায় জীবন
চঞ্চলতা, চপলতায় ভরা; সেই হাওয়ায় এখন
লিখছে মৃত্যু সনদ!
লীলা খেলা তাঁরই। মৃত্যু বিলাপ
তাঁরই হাতেই নিত্য চলাচলে
ধরার বায়ু আলখেল্লা বসনে ছুটে চলে পৃথিবী ময়
কেউ বা বাঁচিবে কেউ বা মরিবে
তাঁর সনদ তাঁরই হাতে উল্‌টায়
সত্য বিধান তলবে; বার বার খেই হারিয়ে যায়
সু মন্দ পড়ুন
কবিতা | | ৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৭০৫ বার দেখা | ৬২ শব্দ
এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ
=======এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ পলাশ শিমুল পার্বণের
তোমার বাসন্তী দিনে, দক্ষিণা বাতাস আঁচল উড়ায়
মুর্ততায় অভিমানে।
আকাশ নীলের
ব্যথিত বেদন, ঘুচিয়েছে নীল যাতনার অপার
যেন কস্তুরী ঘ্রাণ। এমনি তোমার যুগপৎ আমন্ত্রণ
এসেছ ফিরে এমন বসন্ত দিন, মলিন বেদন আজ
উঠেছে জেগে শুভ্র সতেজ মননে। ফুল আর ফুলে করিতে খেলা
দিবা রাত্রির সময় ক্ষয়ে ক্ষয়ে, ভুলেছ পড়ুন
কবিতা | | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৬৪ বার দেখা | ৫২ শব্দ
পাখিদের নিশি কাব্য
______পাখিদের নিশি কাব্য আজ পৌষ পার্বণ;
তুমি ফিরে এলে না! বাতাস কানে, আজ না তোমার কথা শুনলুম
সবুজ পাতার শিশির ভেজা ঘ্রাণে
আমলকী বন।
পৌষ হাওয়া বয় উত্তরের
কদাচিৎ সজনে ডাল কেঁপে উঠে, শিশির জমানো ফোটা
মাকড়ষার জালে গেঁথে রয়। তুমি ফিরবে বলে;
ঝিরঝির বাতাসে লাউ ফুলে কস্তরি হলুদ পোকাটা পাখনা মেলে উড়ে
ধুলো পড়ুন
কবিতা | | ৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৪৯ বার দেখা | ৮৬ শব্দ
আমাকে ক্ষমা কর মা
____আমাকে ক্ষমা কর মা আমাকে ক্ষমা কর মা! আমরা পারিনি,
তোমার রক্তের ঋণ করিতে শোধ!
রক্ত দানে; যে স্বাধীনতা কেনা! স্বপ্ন সম্ভার মুক্তির,
ফিরে ফিরে মূল্য খুঁজি তার!! আজও কৃষকের লাঙ্গলের ফলায় গেঁথে উঠে
বীর শহিদের করোটি;
অস্থি মজ্জায় সোদা রক্তের ঘ্রাণ, অমানিশায়
বিলিয়ে দিয়েছে জীবন; ৭১ এর রনাঙ্গণে।
ওদেরকে ভুলি কেমনে মা!
পারিজাত পড়ুন
কবিতা | | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৮৮ বার দেখা | ৬৭ শব্দ
প্রেম যে কস্তুরী ঘ্রাণ
প্রেম যে কস্তুরী ঘ্রাণ যেতে দাও আজ তোমার অবরুদ্ধ নগরীতে
বন্ধ দ্বার এবার খুলে দাও, নন্দন
কোলাহলে।
আর কত দিন রইবে অবরুদ্ধ, বন্দি অভিমানে
দ্যাখো হেমন্তের নবান্ন সুবাস, তোমার দ্বারে
খিড়কি খুলো!
কালের বার্নিশ দ্যাখো চির ধরেছে, নোনা ধরা
দেয়াল দ্যাখো পড়ছে খসে, নন্দন বাগে ঝরছে
হলুদ পাতা। গহন লাগা প্রাচীরে আর কত ডাকবে পড়ুন
কবিতা | | ১৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৮৪ বার দেখা | ৭৫ শব্দ
বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা
—–বিন্দুতে ঐ শূন্য টেনে শূন্য পথে একলা হাঁটা ঐ চেয়ে দ্যাখো
ঘুরছে পৃথিবী; আমি তুমিও সাথে সাথে
পাঁজর ভেঙ্গে পড়ছে খসে
নক্ষত্রের ঐ পেন্ডুলাম বুনে!
যাতনা সুখের গোলাক ধাঁধা
বুদ্ধি গিলে পণ্ডিত হই। আমি তুমি ঘুরছি বেকার পৃথিবী নামের
সমতলে; বিন্দুতে যে বিন্দু মিশে
সবাই তাই সস্থি খুঁজে!
অমানিশা আর মোহনেশা
সবই তো ঐ বিন্দুতেই
কারুকার্য্যে পড়ুন
কবিতা | | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬৯৫ বার দেখা | ৬৮ শব্দ
তোমার বিলাসী অন্তর্ধান
————তোমার বিলাসী অন্তর্ধান আশ্বিনের আকাশ, সাদা মুর্চ্ছনায় মেঘমালা সাজে
যেন অপরাহ্ণে নন্দিনী তুমি! বিষাদের মেঘ দূরে সরে যায় শূন্য বলয় হতে দূর বহু দূর
কবিতার অঙ্গন জুড়ে এখন শুধু তুমি আর তুমি;
বিরহী আঁচল ছুঁয়ে আছে কত কাল, কে জানে? খেই হারিয়ে ফেলেছে
বিদগ্ধ নাবিক! সাগর গভীরে নিত্য তারই মৃদঙ্গ পড়ুন
কবিতা | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১১২৭ বার দেখা | ৯০ শব্দ
রাত দিনের সাথে কাল জিইয়ে রয়
——–রাত দিনের সাথে কাল জিইয়ে রয় পথিক এখন পিচ ঢালা পথে হাঁটে
সেই কবে সোদা মাটির গন্ধমাখা মেঠোপথ ছেড়ে এসেছে?
মনে পরে পথিকের রাতে ঘোর লাগা তন্দ্রায়
স্মৃতির খিরকিতে খলবলিয়ে উঠে;
যেন আষাঢ়ে মাছের পোনার ঝাঁক। অথচ, ক্ষুধার তন্দ্রায়
পথের বাঁকে; রাত দিনের সাথে কাল জিইয়ে রয়।
সেথায় বসে পঙক্তিমালা সমেত,
কত বিদ্রোহ পড়ুন
কবিতা | | ১৭ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৮৯ বার দেখা | ৯৩ শব্দ
সন্ধ্যাবতীর নবান্ন ঘ্রাণ
______ সন্ধ্যাবতীর নবান্ন ঘ্রাণ সবে বান সরে গেছে, নরম মৃত্তিকায় শেওলা শুকায়
পলি কাদায় সবুজ ঘাসের বিন্যাস তুলতুলে হেমন্তের
মহনীয় সাজ।
শালুক ফোটা বিলের টলটলে স্থির স্বচ্ছ জলে শেওলা বাগিচায়
দারকিনা মাছের ঝাঁক; দল ছুট হাঁসের ছানার দল
ডুব সাঁতারে মাতে জল ভরন সুখে। প্রণামী লাজে তুমি; সন্ধ্যাবতীর নবান্ন ঘ্রাণ!
লজ্জাবতী চুপ্‌সে পড়ুন
কবিতা | | ১৮ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫১৬ বার দেখা | ৮৯ শব্দ
ক্ষণজন্মা বৈভব
——-ক্ষণজন্মা বৈভব কোথায় যাবে তুমি?
পা বাড়ালেই পথ। পথের সমুখে পথ
অন্তহীন পথের নিশানায় পথ বয়ে চলে।
বয়ে চলা জলের প্রবাহ নদীর মতো
এঁকে বেঁকে সমুদ্র মোহনায়;
যেন পথের সিদ্ধ আকর।
জীবন পথ, পথের পথ, মরন পথ
একই সূত্রে গাঁথা যেন সুবর্ণ সাঁঝ লালিমা
ক্ষণ কালেই ক্ষয়ে যায়।
খসে পড়া যাতনায় মেইয়ে যায় যে পড়ুন
কবিতা | | ১৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৯৪ বার দেখা | ৮১ শব্দ
সেদিন ছিলাম না আমি, সেটাই সত্য
———-সেদিন ছিলাম না আমি, সেটাই সত্য একদিন তোমার দিন ছিল
সে দিন আমি ছিলাম না; হয়তো জাগতে হয়তো না
আমি ছিলাম না সেটাই সত্য।
যদিও সে থাকা, না থাকার মিছিলে
শুধুই ছিল প্রত্যাশা অভিমান; যাতনা বিরহ ছিল কি?
সেদিন ছিলাম না আমি সেটাই সত্য। এত যুগ পরে, সে কথা কেন?
হটাৎ অভিমানের পড়ুন
কবিতা | | ১৪ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪৮৬ বার দেখা | ৮৩ শব্দ
মৃত্যু অভিশাপ
——মৃত্যু অভিশাপ জীবন আর স্বপ্ন চরাচরে, মৃত্যু অভিশাপ
কি অপরিসীম ক্ষমতা তার? প্রাণেই যে তার সহ-বসবাস
মৃত্যু অভিশাপ। স্বপ্ন বৈভব আশা নিরাশা যত সব!
অতীত গুহায় হারিয়ে যায় নিমেষেই
মৃত্যু ক্ষণ, বড়ই বেমানান! মুহূর্তেই সব অতীত হয়ে যায়
স্বপ্ন বাসনা যত খন্ডাংশের জালে গাঁথে
মৃত্যু অভিশাপ।
তাকে ফিরাইবে কে? এমন সাধ্য কার?
প্রাণে প্রাণ পড়ুন
কবিতা | | ১৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৫৩৩ বার দেখা | ৯৪ শব্দ