ক্ষুধা দিকে দিকে,
পৃথিবীর এ প্রান্ত হতে ও প্রান্ত ব্যপ্তি।
ক্ষুধার জন্য ছুটে ছুটে-
পৃথিবী বাস যোগ্য হয়ে উঠার
প্রত্যয় ছিল বলেই;
আজ পৃথিবী মানুষের বাস যোগ্য। তবুও ক্ষুধা মিটে কই?
ক্ষুধার জন্য লড়াই,
ক্ষুধার জন্য মৃত্যু,
ক্ষুধার জন্য দেশান্তর,
ক্ষুধার জন্য প্রজন্ম লড়াই, _____অধিকারের বুলি
মুখে মুখে, দেশে দেশে, মানুষের মুক্তির অধিকারের

