চরিত্র সুবাসের মতই কাম্য ট্যাগের সব লেখা

ফুলের সুবাস
“ফুলের সুবাস” মনের মাঝে
থাকবে না- সে কি হয়!
ফুল ফুটিয়ে মন মাধুরি
ছড়িয়ে কেন নয়! মনের কালি’ মুছে দিয়ে
জোছনার আলো জ্বালি;
সুখটাকে আজ বিলিয়ে দিয়ে
সুখের দোলায় দুলি। যেমন করে রাতের তারা
মিটি মিটি হাসে;
শিশির বিন্দু মুক্তার মত
জ্বালে আলো ঘাসে। তেমনি করে মনের জোছনা
জ্বালিয়ে চলি এসো।
অন্যের সুখে সুখি পড়ুন
ছড়া ও পদ্য | | ৬ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৪২০ বার দেখা | ৭৬ শব্দ