প্রিয়তমা,
নীলকণ্ঠে দৃশ্যপটে দেখি
হলুদ বিকেলের দীর্ঘ ছায়া
সময়ের ব্যাবধানে দীর্ঘতম রজনী,
অপেক্ষার আক্ষেপ নিয়ে চলে যাওয়া দিন
উপহার দিয়ছে যে গাঢ়তম নীল,
সেই বেদনাবোধ ধারণ করে কেউ তো নীলকণ্ঠ হয়ে যায়,
যার কোন কষ্টের অনুভূতি নেই; শুধু থাকে বিষপানের
দ্বিধাগ্রস্থ শিথানের পর্দা
চাঁদ একা জেগে থাকে নির্ঘুম রাতে
তারা গুলো ও জাগে দূরে আরো দূরে;
জেগে জেগে দেখে যায় যৌবনের শহর, শহরের রাস্থা,
নিয়ন আলো, গলির ভাঙ্গাচুরা পথ, পরিপাটি ড্রইং রুম।
মাঝে মাঝে শিথানের জানালার ফাঁক গলে
ঢুকে পরে সৌখিন বেডরুমে। শরীর ভেঙ্গেপরা নগ্নতার
কারুকাজ আর প্রেমার্দ্র বুকে ভালোবাসাহীন উত্তাপের
পরজীবি গাছের চিন্তায় একটি সময়ের গোল টেবিলে
আমারা কজন বসেছিলাম মুখোমুখি, যৌক্তিক কথার
ফাঁকফোকর গলিয়ে সন্ধ্যা নামে, তারপর কথার জালে
আঁটকে পরে বিরক্তিকর আঁধার, কিছুটা ছায়া দেখা গেলেও
আমারা একে অপরের দিকে অন্ধকার ছুঁড়ে মারতে শুরু করি,
যেখানে যবনিকাপাত হবার কথা ছিলো, সেখান থেকেই
নতুন শুরু হয় রঙ্গমঞ্চের পটাবরণ। বাড়ন্ত
ছবি নেট থেকে কপি পেষ্ট
সময়ের চড়াই-উতরাইর ভাঁজে ভাঁজে নিজেকে সাজাতে সাজাতে
সময়ের গা বেয়ে উঠে আসে সর্বনাশা সময়। যতটা হলে ঠিক মানায়,
সেই গোল টেবিলে ততটা খাদ্য ভরা পাত্র রেখেও হাতে লাঠি নিয়ে
চলে লোপাট জীবন,
আমি মানুষ, তাই ভুল করি
জীবন চলার মুদ্রাতে ভুল করি,
ভুল করি ভালবাসাতে,
ভুল হয় সংসার যাপন,
ভুল হয় কল্পনার ছবি আঁকায়,
আমি জানি উড়াল ঘোড়ার পিঠে
কোন রাজপুত্র স্বপ্নতে চাই, তাও ভুল করা।
আমার মনের জীর্ণ ঘরে মাথা তুলে
দাঁড়াবার জন্য ভুল করেও কেউ বসে
ফিরে দেখা পথ
তোমার পদচিহ্ন ধরে হেঁটে যাই সময়ের পথে
পৃথিবীর চারপাশ ঘুরে ফিরে আসি পুনরায় পরিচিত শস্যক্ষেতে;
তোমাকে আর পাওয়া হয়না, ক্লান্ত শরীর স্মৃতি গুলো নিয়ে পরে থাকে;
সমাধানের পথ গুলো সমাপ্ত হয় না তবু, বার বার ফিরে যায়
দিগন্তের ধূসর স্মৃতির পথে।
কল্পনার ছবি
শব্দ ভাঙার শব্দ
তুমি আসবে
কথাটা জানাজানি হবার পর
এক ঝাঁক পাখির ব্যস্ততা বেরে গেছে কয়েকগুণ
শুকিয়ে যাওয়া নদীটিতে ফিরে আসে স্রোতপ্রবাহ
শীতের সকালে কুয়াশার চাদর আরো একটু বেশী সময় স্থায়ী হয়
এই আমি খুব সকালে হাটতে বের হই,
উচ্ছাসের রাজ্যজয় করে এক কাপ গরম
জীবন একা, একলা তেপান্তর।
অনিচ্ছাতেও ইচ্ছে সাজাই
একা জীবন ভর।
পাশের কাছের তারা গুলো
গুনতে গিয়ে গুলিয়ে ফেলি
তবুও আমি তারা গুনি
একা জীবন ভর
জীবন একা, একলা তেপান্তর।
রূপকথার রাজকন্য ঘুমিয়ে আছে
হৃদয় কাছে, ইচ্ছে পুরন কাঠি হারাই
ইচ্ছে করে ফুলকে এড়াই
একলা থাকার সহজ পথে
একাই আমি হাতটি বারাই;
জীবন একা, একলা তেপান্তর।
প্রথম প্রেমের শিউলি,
অনেক সত্যি আমায় কাঁদায়
সকাল, বিকাল, সাঝে
নিরম্ভর সব সত্যি গুলো
ছবি হয়ে সাজে
কিছু সত্যি পায়না প্রকাশ
ভয়ের তারনায়
সত্যি কিছু যায় ভেসে যায়
সময় ভাবনায়
পরকিয়ার সত্যি গুলো
পরের ঘরে রয়
সেই সত্যি প্রকাশ করা
কেমনে বলো হয়
সত্যি অর্থ সত্যি পথে
ছড়ায় বলো