বহুদিন পর ঘুণে ধরা মলিন স্বপ্নটাকে নতুন করে দেখা।
ঝরা পাতার শেষ প্রলোভন,
নির্লিপ্ত মন জুড়ে তার এক অজানা আবেগের প্রীতি মাখা। তার কারণে দুঃখ দুঃখ খেলা,
নিজের কাছ থেকে নিজের প্রতিনিয়ত পালিয়ে বেড়ানো।
অশ্রুসব বারবার হারিয়ে ফেলা,
সহিষ্ণু মনকে তার জন্য অকারণ মায়াতে ভুল বোঝানো। চেতনায়

