বেজে ওঠে আধারের মাদল,
আচম্বিতে নয়, মোহময় নিরব আদলে তন্দ্রালশা মাদক
ছেয়ে যায় স্বপ্নভরাতুর রজনীতে।
জেগে থাকা মানুষগুলো ছায়া খোঁজে কল্পনায়,
কারো কাছে আধারের ছায়া অভিসারের আলো-
কারো কাছে স্বপ্নগুলো বিবসনা কালো,
প্রত্যেকেই আপন ছায়া খোঁজে-
কেউ পায়,
কেউ হাতড়ে বেড়ায় নির্ঝর নির্জনতায়।

