বাজলো বিয়ের ঢোল।
তাইরে নাইরে,তাইরে নাইরে,
দারুণ কোলাহল। সিংহ মশাইয়ের বিয়ে হবে,
রাজা বলে কথা।
তাই নিয়ে হাজার আলোচনা,
নানান বারতা। গোলাপ দিয়ে গাঁথা হলো,
সুদৃশ্য সুগন্ধী মালা।
অতিথি আপ্যায়নে জোগাড়,
পানীয়ের পেয়ালা। শাকসবজি আনা হলো,
ভুরি ভোজনে।
খাবার টেবিল সাজানো হলো,
হাজারটা ব্যঞ্জনে। নিরামিষ হলো কেন?
জানতে চাইলো ভালুক।
আর

