বরযাত্রীরা চলে গেলে পাড়া-প্রতিবেশিরা কেউ আকারে ইঙ্গিতে, প্রকাশ্যে অপ্রকাশ্যে দুয়ো দিতে লাগল। ‘এমন মেয়ে পেটে ধরার চেয়ে বিষ খেয়ে মরে যাওয়া ভাল। আমাদের ঘরে হলে কেটে দরিয়াতে ভাসিয়ে দিতাম। ছি ছি। ভাল ভাল ভাল, যেন কিছুই জানে না। ভাল’র এই নমুনা।‘ এতদিন সবাই পুতুল