যে বাস্তবতা এসেছে কল্পনা থেকে
এবং যে কল্পনা এসেছে শূন্যতা থেকে
সেই বাস্তবতা আসলে স্বপ্ন!
আজ এই অবেলায় এসে প্রশ্ন জাগে মনের মাঝে
মানুষ কি সত্য?
মানুষ সত্য হলে নিজেকে সৃষ্টি করতো
মানুষ সত্য হলে মৃত্যুকে জয় করতো।
তিনিই একমাত্র সত্য যিনি মানুষ সৃষ্টি করেন
তিনিই পরম সত্য যিনি