অনুসৃতা ট্যাগের সব লেখা

কত দিন যে সমুদ্র দেখিনা
তুই কী জানিস তোর দু’চোখে
আলো আঁধার খেলা করে,
খেলা করে মৌনতার বিষণ্ণ রঙ। মন খারাপের দিনে
আমি আকাশ দেখিনা,
দেখি অস্থির চোখের
অফুরান কৌতুহল। জানিস অনুসৃতা,
কত দিনে যে আমি
সমুদ্র দেখিনা,
সমুদ্র যে গিয়েছে ডুবে
তোর দু’চোখের অতল পড়ুন
কবিতা | , | ১২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৩৫৯ বার দেখা | ৩০ শব্দ