অনিরুদ্ধ রনি ট্যাগের সব লেখা

অথচ তুমি
অথচ তুমি
অথচ তুমি প্রতিদিন নির্মোহ চলে যাও
তোমার শূন্যতার অসীম অন্ধকার
আলিঙ্গন করে পিপাসায় ভেসে যাই
বৃষ্টির মতো চোখের জলের নোনা স্রোতে। আগুনে ধাবমান পতঙ্গের মতো
সাঁকোহীন এক দীর্ঘ নদী,
পার হবার ব্যকুল বাসনায়
বার বার ছুটে যাই।
তোমার প্রতিক্ষায় শতবর্ষী
বৃক্ষের মতো আজও
সেই পথের শেষ প্রান্তে দাঁড়িয়ে
যেখানে ভালোবাসা প্রজাপতির পড়ুন
কবিতা | , | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১২৯ বার দেখা | ৫৩ শব্দ ১টি ছবি