গন্ধবিধুর ধূপ

গন্ধবিধুর ধূপ হয়েছি
তাইতো জ্বলি দিনে,
রাতের বেলা বারুদ হয়ে
আগুন নিছি কিনে!

কামার-শালার পেরেক আমি
খাচ্ছি আগুন রোজ,
মনের সুখে বিনে পয়সায়
করছি কত ভোজ!

দুঃখ আমার জন্মবন্ধু
দুঃখ আমার সাথী,
চোখের সামনে দেখছি কত
গোলাপ-রঙের হাতি!

আমার এখন শনির দশা
কামার-বাড়ির লোহা,
পুড়ে-পুড়ে হচ্ছি ঝাঁঝরা,
কেউ বলে না আহা!

তপ্তলোহা পুড়ে-পুড়ে
কাঁদছে কত রোজ,
লোহার এমন দুঃখ দেখে
কেউ নিলো না খোঁজ!

বুকের ভিতর বারুদ জ্বলে
ফাটলে হবো খুন,
তোমার মুখে পানের হাসি
খুঁজে বেড়াও চুন!

তোমার কাছে নালিশ করে
লাভ কী আমার বলো?
তারচে বলি দুঃখটারে
তুমিই সঙ্গে চলো!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
৩১/০৫/২০১৬

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-০৫-২০১৭ | ১৭:২৯ |

    সেই ই ভালো … দুঃখ সকল সাথে সাথেই চলুক। ক্ষতি কি !! https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_PC Hack.gif.gif

    GD Star Rating
    loading...
    • সাইয়িদ রফিকুল হক : ২৭-০৫-২০১৭ | ২০:৩৭ |

      আপনাকে অশেষ ধন্যবাদ ভাইজান।
      আর সঙ্গে রইলো একরাশ শুভেচ্ছাসহhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

      GD Star Rating
      loading...