শ্রমিকের বুকের রক্তে

এই শ্রমিকের বুকের রক্তে
গড়ে উঠছে সভ্যতারাজি,
বিশ্বগড়ার কারিগরেরা
তবুও কত অসহায় আজি!
ওরাও মানুষ—তবুও দেখি
পড়ে আছে আজও মৃতপ্রায়,
দিবস এলে শুনি শুধু
লোকদেখানো হায়-হায়!
কর্তারা আজ নিজের স্বার্থে
খুলেছে যে লাভের কারখানা,
শ্রমিক মরছে ধুঁকে-ধুঁকে
আর যে মালিক মেলছে ডানা!
ফার্মে বলো কারখানায় বলো
সবখানে বসে আছে আজাজিল,
ওই শ্রমিকের ভাগ্যমারার
ওরা সবাই হিংস্র বাজ-চিল!
হায়নাগুলো এখন দেখি
অনেক বড় শিল্পপতি!
কাঁচা-টাকার লোভে-পাপে
ঠিক নাই ওদের মতিগতি।
এই দেশেতে শিল্পপতি
সব দেখি চোরের খনি!
কে হবে আজ অভাগা দেশে
ওই শ্রমিকদের চোখের মণি?
দিবস এলে তোরা সবাই
লোকদেখানো মানবপ্রেমিক!
আসলে যে তোদের হাতেই
মরছে আজি বাংলার শ্রমিক।
আজ শ্রমিকের বুকের রক্তে
গড়ে উঠছে পৃথিবীর সব,
তবুও দেখি এই শ্রমিকদের
মুখে নাই কোনো কলরব!
কবে আসবে আবার সুদিন
আইন হবে শ্রমিকের পক্ষে,
সারাবাংলার অসহায় মানুষ
পাবে একটু রক্ষে!

সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২/০৫/২০১৭

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৪ টি মন্তব্য (লেখকের ২টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০২-০৫-২০১৭ | ১৩:২২ |

    আইন হোক শ্রমিকের পক্ষে। সময়কে ভালো বলে নিজেকে দ্বিধায় না রেখে;
    মন্দ বলে নিজেকে তৃপ্ত রাখা সদঅভ্যাস। জীবন বহমান। সময়ের সাথে জীবন বদলায়।

    GD Star Rating
    loading...
    • সাইয়িদ রফিকুল হক : ০২-০৫-২০১৭ | ১৩:৩২ |

      “আইন হোক শ্রমিকের পক্ষে।” ঠিক তা-ই।

      অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সঙ্গে রইলো শুভেচ্ছা। আরhttps://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...
  2. ফকির আবদুল মালেক : ০২-০৫-২০১৭ | ২০:৩৬ |

    ওরাও মানুষ—তবুও দেখি
    পড়ে আছে আজও মৃতপ্রায়,
    দিবস এলে শুনি শুধু
    লোকদেখানো হায়-হায়!

    আসলেই আমরা লোক দেখানো উৎসব করি যেন।

    শুভ কামনা রইল আপনার প্রতি।
    আশা করি শব্দনীড়ে আপনার পথ চলা হবে আনন্দের।

    GD Star Rating
    loading...
    • সাইয়িদ রফিকুল হক : ০২-০৫-২০১৭ | ২২:২০ |

      সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।
      আর সঙ্গে রইলো শুভেচ্ছা।
      শুভকামনা আপনার জন্য।https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gif

      GD Star Rating
      loading...