ঐযে গাছে ঝুলে আছে
এত্তো এত্তো কাঁঠালও
খাইতে ভীষণ মজা হলেও
খুলতে বড্ড আঠালো!
লটকে থাকা কাঁঠাল গুলো
একটাও যে আমার নয়
অন্যের কাঁঠাল দেখেদেখে
এই মনে আর কত সয়।
শর্সে তেলে হাত মেখে রই
তাতে মোটেই ক্লান্তনা।
গাছে কাঁঠাল গোঁফে তেল
দেখেই মনের শান্তনা।
যাদের আছে কাঁঠাল গাছ
পেট ভরে যেন সবাই খায়
গরীব-দুঃখি প্রতিবেশী
তারাও যেনো ভাগ পায়।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যাদের আছে কাঁঠাল গাছ
পেট ভরে যেন সবাই খায়
গরীব-দুঃখি প্রতিবেশী
তারাও যেনো ভাগ পায়। ___ হুম এমনটাই তো চাই।
loading...