অণুগল্প

অণুগল্প

গতরাতে রনির ভালো ঘুম হয়নি।
একটি কুকুর সারারাত ঘেউঘেউ করে অতিষ্ট করে তুলেছে। রনি, একবার ভেবেছিলো দরজা খোলে দেখে। গভীর রাতে কোন এক আশংকায় দেখা হয়নি, তাড়ানো হয়নি কুকুরটিকে। এ বাড়িতে কোন কুকুর নেই। আচ্ছা এটা কী সেই কুকুর ! যে কুকুর গতরাতে তার পিছু নিয়েছিলো। এটাই হবে। তা নাহলে এ বাড়িতে কুকুর আসবে কোত্থেকে। একটা বিস্কিট তাকে রনির ভক্ত করে তুলেছে।

রনি, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তাদের নিয়ে দুপুরে একটি রেস্টুরেন্টে ঢুকলো। খাবার খেয়ে যখন বের হলো; ঠিক তখন খেয়াল করলো কুকুরটি তার পিছুপিছু হাঁটছে। আশ্চর্য্য ! কুকুরটি কী তার পিছু ছাড়বে না ! যন্ত্রনা মনে হচ্ছে। রনি, একটা রিক্সা নিলো। কুকুরটি অসহায়ের মতো অনেক দূরে পিছনে পরে রইলো।

তখন সন্ধা, বন্ধুদের সাথে রিক্সা করে বাড়ি ফিরছিলো রনি। হঠাৎ কারা যেন রনির পথ আগলে দাঁড়ালো। সোডিয়াম লাইটের নিচে অসংখ্য পথচারীদের আনাগোনা। ঐতো একটু দূরেই রনির বাড়ি। কিন্তু রনির কাছে কয়েকশ মাইল দূর মনে হচ্ছে। বন্ধুরা কখন তাকে ফেলে গেছে রনি, মনে করতে পারছেনা। কে একজন ক্যামেরা দিয়ে ফটো তুলে নিচ্ছে। রনির শুধু মনে পড়ে একটি কুকুর সম্ভবত পিছু নেওয়া কুকুরটিই তাকে বাঁচানোর জন্য ঘেউঘেউ করে প্রতিবাদ করছিলো।

আর সব মানুষেরা ! নির্দ্বিধায় হেঁটে গেছে নিরাপদ স্থানে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৮-০৭-২০১৮ | ৭:২৭ |

    অনুগল্পটি আমাদের নির্ভেজাল এবং সমকালীন বাস্তবতা। এমন দৃশ্য অহরহই এখানে সেখানে। নিত্যদিন। আমাদের বন্ধুরা কেবল তালিকায় আছে; পাশে নেই। Frown

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ০৮-০৭-২০১৮ | ২১:৩০ |

    সিম্বলিক চিত্রই এখন সমাজের বাস্তবতা।

    GD Star Rating
    loading...
  3. সাইদুর রহমান১ : ০৯-০৭-২০১৮ | ১:৩৭ |

    বাস্তবতার অনুগল্প এটি। 

    GD Star Rating
    loading...