বাংলা চ্যানেলের লিল্লাহবৃত্তি
বিকাল হতেই বইস্যা পড়েন লিল্লাহ মাগতে টিভিতে
জোয়ান বুড়ার সঙ্গে কথা কিম্বা পরের বিবিতে…!
ডরতে ডরতে ডরার মা বাপ সমস্যা লই হন হাজির
সাথে সাথেই দোয়ায় হুজুর কিচ্ছা শোনান কালুগাজীর!
পোলা নাচে মাথার উপর মাইয়্যা গেছে গোল্লায়
বুড়াবুড়ি কি মুই করি উপদেশদেন মোল্লায়!
জামাই থাকেন বগির ঘরে বউরানীও নাই বশে
হুজুর বলেন কতো দিলেন অাগেনেই তা কষে।
কন্ট্রোল রুমে নাম্বার আছে কালকে দিয়েন কল
এই দেশেতে আপনারাইতো এই অদমের বল।
ডিজিটালের লগো আছে দরজা জানলা ইট কিনেন
আজকালতো এসব কিছু অন্ধবধির সব চিনেন।
বেশিবেশি দান খয়রাতে কমেনা তা বাড়েরে
সুযোগ বোঝে বারেবারে এই কথাখান ছাড়েরে..!
রাত একটার খবর গায়েব বাংলা সকল চ্যানেলে
অ-লিখিত এই আকামটা পাশ হয়েছে প্যানেলে।
এক যুগেরও বেশি হলো লিল্লাহ তোলার ব্যবসাতে
লাভ ছাড়া ভাই ক্ষতিযে নাই হাত’দি দেখেন জ্যাবটাতে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
"রাত একটার খবর গায়েব বাংলা সকল চ্যানেলে
অ-লিখিত এই আকামটা পাশ হয়েছে প্যানেলে।"
এই গুলার একটা বিহিত করা জরুরী বন্ধু সৈয়দ হিলাল সাইফ। নইলে বিপদ
loading...
সব জায়গাতেই ব্যবসা আর ব্যবসা।
loading...