যেই সব পুরুষেরা বউদের ‘ডাট খায়
সেই স্বামী কচু জানে
নারী কিসে আটকায়।
বউয়ের মুখেমুখে কথা বলে ‘ঠাট খায়
তার কাছে জানা দোষের
নারী কিসে আটকায়।
তুমি বড় তাতে কি? বউ বড়লাট খায়
হাবাগোবা জানবে কি
নারী কিসে আটকায়!
লন্ডনে বসে বসে প্রেম করে চাটগাঁয়
এই বেটা কিছু জানে
নারী
একদিন;
আমিও হবো বিশাল স্বার্থপর!
সত্য- মিথ্যার জঞ্জালে কোথাও
ঝরাবোনা আর কোন দীর্ঘশ্বাস!
ব্যর্থ জয়ের অমোঘ নেশার
চির অবসান। চেনা জানা পথে
ধ্বনিত হবেনা চরণ।
মান-অভিমান ভুলে
হলেও হতে পারে তোমার
হৃদয়ে রক্তক্ষরণ।
অতঃপর;
সূর্যের আলোয় শিশির তখন
দূর্বাঘাসের ফুল
বুকের পাঁজর যদি ভাঙ্গে ঢেউ
সে নদীর ওপার
কবিতা|
১টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৬০ বার দেখা
| ৫২ শব্দ ১টি ছবি
সাদা বিলাই কালা বিলাই
বিলাই দেখি রোজই
ঘাপটি মারা বিলাই ভয়ে
দু’চোখ আসে বুজি।
বিপদ দেখলে কেটেপরে
আর কাছে রয় না
এসব বিলাই খুঁজতে তেমন
বেগ পেতে হয় না।
মিনমিনে নিমরা বিলাই
সুযোগ খোঁজে পাছে
সময় মতো লুকমা দিতে
বিলাই পাবে কাছে।
ঘাপটি মেরে থাকা
আমি এক বেহায়া!
আমার ভেতর আর কিছু নাই
শুধু একটা কায়া।
তার উপর ভর করেছে
ভূত প্রেতের ছায়া।
আমি এক বেহায়া!
ছিন্নভিন্ন প্রদীপের মতো
মরীচিকার মায়া
যেদিকে থাকাই দেখি
শূন্য ভায়া ভায়া।
তপ্ত রোদে মরুর বুকে
যেমন –বটের মায়া
মাথার উপর বাবা শুধু
হয়ে থাকেন ছাঁয়া।
এই ছায়াতে সুখে দুঃখে
যাদের জীবন যাপন
তারা জানে এই জগতে
বাবার’চে কে আপন!
হাতটি ধরে বাবা যখন
হাঁটতে নিয়ে শেখান
দূর আকাশে তারার মতো
দূরের পথটি দেখান।
হোঁচট খেয়ে পড়লে কখন
ভীষণ পেতাম ভয়
বাবা
ছোট থেকে বড় হই
এই পরিবেশে বাস
বারো মাসে রোজা রাখি
হাতেগুনে এক মাস।
একে মিলে সত্তর
নেকি হয় বোনাসে
ইবাদতে, মুত্তাকী
ক্ষমা পাবে গুনা সে।
তিনি ‘রব’ জানি তার
মহিমা অপার
রমাজান নিয়ে আসে
বিশেষ এক ছাড়।
রোজা রাখি আল্লাহকে
রাজি খুশি করিতে
রহমতে নিয়ামতে
খালি ঝুড়ি ভরিতে।
লাওহে মাহফুজ
ইয়া আল্লাহ! ইয়া রাব্বুল আলামিন!
অফুরন্ত অসীম তোমার গুণ
ইচ্ছে হলেই সৃষ্টি করো তুমি
শুধু বলো ‘কুন-ফায়াকুন’।
তুমি শুধু বলো, ‘হও’ আর তা সব
নিমিষেই হয়ে যায়
দেখা-অদেখা বিরাজ অসীম
তসবিহ পড়ে সেজদায়।
কেউনা পারে দেখতে তোমায়
না পারে কেউ ছুঁতে
ক্লান্তি তোমায় ধরতে পারেনা
নিদ্রায় যাওনা শুতে।
এতো
তুমিতো সেই ক্ষণজন্মা
জন্মেছিলে এই বঙ্গে
জন্মঋণ শোধ করিতে
স্বাধীনতা এনেছ সঙ্গে।
তুমিতো সেই জনসমুদ্রের
উত্তাল গর্জিত তরঙ্গ
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
অবিচ্ছেদ্য হৃদয় অঙ্গ।
মহাউচ্চারিত তুমিইতো সেই
একটি মাত্র নাম
যেই নামের পাশে একটি দেশের
দ্বিগুন হয়ে যায় দাম।
কবিতা|
২ টি মন্তব্য
| মন্তব্য বন্ধ রাখা আছে
|
৩৮৪ বার দেখা
| ৩২ শব্দ ১টি ছবি