সৈয়দ হিলাল সাইফ-এর ব্লগ
নারী কিসে আটকায়
যেই সব পুরুষেরা বউদের ‘ডাট খায়
সেই স্বামী কচু জানে
নারী কিসে আটকায়।
বউয়ের মুখেমুখে কথা বলে ‘ঠাট খায়
তার কাছে জানা দোষের
নারী কিসে আটকায়। তুমি বড় তাতে কি? বউ বড়লাট খায়
হাবাগোবা জানবে কি
নারী কিসে আটকায়!
লন্ডনে বসে বসে প্রেম করে চাটগাঁয়
এই বেটা কিছু জানে
নারী পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬২ বার দেখা | ৭২ শব্দ
রবী ঠাকুর
রবী ঠাকুর
তুমি আমার প্রধান কবি
তুমি আমার গুরু
তোমায় পড়ে কাব্য শিখি
লিখতে করি শুরু।
সকল কবির মাথার উপর
হয়ে আছো রবি
হৃদয় থেকে অঞ্জলি মোর
লও হে বিশ্ব কবি। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯২ বার দেখা | ২৩ শব্দ ১টি ছবি
আফাল
আফাল
আফালের দিন,
উড়ছে তো উড়ছে ধূলো-বালি মাখা
পাতার বহর! ডানার পালক
ভাঙছে ডাল, ফুল, কলি, লতা
আউলা কেশের নারী, দুলছে আঁচল
ভাঙছে, ভাঙছে পাখির বাসা দোয়েলের সংসার!
আফালের দিন,
কতকিছুই মচকে যায়, টলে যায়, ঝরে যায়!
কে কার রাখে বল খবর! পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০০ বার দেখা | ৩৪ শব্দ ১টি ছবি
আদার ব্যাপারীর জাহাজ কেনা
আদার ব্যাপারীর জাহাজ কেনা
যেদিন থেকে ব্যবসা খুলে
হোন ব্যাপারী আদার
সেদিন থেকে জাহাজ কেনার
শখ যে ছিলো দাদার!
আদার ব্যাপার করে তো আর
জাহাজ যায়না কেনা
নুন আনতে পান্তা ফুরায়
বাকি লেনা-দেনা! আদার ব্যাপারীদের নিতে–
নাই জাহাজের খবর
দুঃখ বুকে চেপে দাদা
বরন করে সবর।
হঠাৎ করে আদা হলো
পাঁচশ টাকা কেজি
খুশির ছুটে দাদা ফোনে
করছে হ্যেঁ পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০২ বার দেখা | ৬৩ শব্দ ১টি ছবি
গিরিগিটি
গিরিগিটি
একদিন;
আমিও হবো বিশাল স্বার্থপর!
সত্য- মিথ্যার জঞ্জালে কোথাও
ঝরাবোনা আর কোন দীর্ঘশ্বাস!
ব্যর্থ জয়ের অমোঘ নেশার
চির অবসান। চেনা জানা পথে
ধ্বনিত হবেনা চরণ।
মান-অভিমান ভুলে
হলেও হতে পারে তোমার
হৃদয়ে রক্তক্ষরণ। অতঃপর;
সূর্যের আলোয় শিশির তখন
দূর্বাঘাসের ফুল
বুকের পাঁজর যদি ভাঙ্গে ঢেউ
সে নদীর ওপার পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৬০ বার দেখা | ৫২ শব্দ ১টি ছবি
ঈদের ছড়া: নিমরা বিলাই
ঈদের ছড়া : নিমরা বিলাই
সাদা বিলাই কালা বিলাই
বিলাই দেখি রোজই
ঘাপটি মারা বিলাই ভয়ে
দু’চোখ আসে বুজি।
বিপদ দেখলে কেটেপরে
আর কাছে রয় না
এসব বিলাই খুঁজতে তেমন
বেগ পেতে হয় না। মিনমিনে নিমরা বিলাই
সুযোগ খোঁজে পাছে
সময় মতো লুকমা দিতে
বিলাই পাবে কাছে।
ঘাপটি মেরে থাকা পড়ুন
ছড়া ও পদ্য | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯২ বার দেখা | ৯৭ শব্দ ১টি ছবি
বেহায়া
আমি এক বেহায়া!
আমার ভেতর আর কিছু নাই
শুধু একটা কায়া।
তার উপর ভর করেছে
ভূত প্রেতের ছায়া। আমি এক বেহায়া!
ছিন্নভিন্ন প্রদীপের মতো
মরীচিকার মায়া
যেদিকে থাকাই দেখি
শূন্য ভায়া ভায়া। পড়ুন
কবিতা | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৮৫ বার দেখা | ২৬ শব্দ
শুভ নববর্ষ-১৪৩০
শুভ নববর্ষ--১৪৩০
“মুছে যাক গ্লানি
ঘুচে যাক জরা,”
সত্য সুন্দর হোক
নির্মল এই ধরা। বৈশাখে ঐ-শাখে
নতুনের ঘ্রাণ
বিশ্বাসে নিঃশ্বাসে
ভরে ওঠুক প্রাণ। পড়ুন
কবিতা, জীবন | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৯১ বার দেখা | ১৭ শব্দ ১টি ছবি
নামাবলি
নামাবলি
আরে বেটা ফয়সল,
তোর কীসের ভয় ? চল !
পাশে আছে সাব্বির,
নিজেকে তুই ভাব বীর। আরো আছে চন্দন
কী দারুণ বন্ধন।
তার সাথে আছে কেকা,
বুঝবিনা তুই একা ! চ্যাকা খেয়ে হাঁটে খুকি,
তারে দেখে লাগে দুঃখী ?
মনেপড়ে শেফালিরে,
তারে কত পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১০৬ বার দেখা | ৫৫ শব্দ ১টি ছবি
বাবা
বাবা
তপ্ত রোদে মরুর বুকে
যেমন –বটের মায়া
মাথার উপর বাবা শুধু
হয়ে থাকেন ছাঁয়া।
এই ছায়াতে সুখে দুঃখে
যাদের জীবন যাপন
তারা জানে এই জগতে
বাবার’চে কে আপন! হাতটি ধরে বাবা যখন
হাঁটতে নিয়ে শেখান
দূর আকাশে তারার মতো
দূরের পথটি দেখান।
হোঁচট খেয়ে পড়লে কখন
ভীষণ পেতাম ভয়
বাবা পড়ুন
কবিতা, জীবন | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৫ বার দেখা | ৬৮ শব্দ ১টি ছবি
ঈদ মোবারক
ঈদ মোবারক
ঈদ এলেই ঘরে ঘরে হয়নারে ঈদ
মনে পোষে অহংকার কারো বাড়ে জিদ।
সবার আকাশে বাঁকা চাঁদ সে তো হাসেনা
দ্বারে দ্বারে ঈদ তাই খুশি নিয়ে আসেনা।
ঈদ সে তো ঈদ নয় রেখে দিয়ে ব্যবধান
ঈদ মানে সাম্য -সম্প্রীতি অবদান।
বৈষম্যটা যত ধনি আর গরিবে
পিতা-মাতা, ভাই-বোন, পড়ুন
কবিতা, জীবন | ৩ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮২ বার দেখা | ৫২ শব্দ ১টি ছবি
মহিমান্বিত রজনী
মহিমান্বিত রজনী
ছোট থেকে বড় হই
এই পরিবেশে বাস
বারো মাসে রোজা রাখি
হাতেগুনে এক মাস।
একে মিলে সত্তর
নেকি হয় বোনাসে
ইবাদতে, মুত্তাকী
ক্ষমা পাবে গুনা সে। তিনি ‘রব’ জানি তার
মহিমা অপার
রমাজান নিয়ে আসে
বিশেষ এক ছাড়।
রোজা রাখি আল্লাহকে
রাজি খুশি করিতে
রহমতে নিয়ামতে
খালি ঝুড়ি ভরিতে। লাওহে মাহফুজ পড়ুন
কবিতা, জীবন | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৭৬ বার দেখা | ৫৫ শব্দ ১টি ছবি
আল্লাহ সর্ব শক্তিমান
ইয়া আল্লাহ! ইয়া রাব্বুল আলামিন!
অফুরন্ত অসীম তোমার গুণ
ইচ্ছে হলেই সৃষ্টি করো তুমি
শুধু বলো ‘কুন-ফায়াকুন’।
তুমি শুধু বলো, ‘হও’ আর তা সব
নিমিষেই হয়ে যায়
দেখা-অদেখা বিরাজ অসীম
তসবিহ পড়ে সেজদায়। কেউনা পারে দেখতে তোমায়
না পারে কেউ ছুঁতে
ক্লান্তি তোমায় ধরতে পারেনা
নিদ্রায় যাওনা শুতে।
এতো পড়ুন
কবিতা, জীবন | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ১৮৮ বার দেখা | ৭০ শব্দ
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
তুমিতো সেই ক্ষণজন্মা
জন্মেছিলে এই বঙ্গে
জন্মঋণ শোধ করিতে
স্বাধীনতা এনেছ সঙ্গে। তুমিতো সেই জনসমুদ্রের
উত্তাল গর্জিত তরঙ্গ
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের
অবিচ্ছেদ্য হৃদয় অঙ্গ। মহাউচ্চারিত তুমিইতো সেই
একটি মাত্র নাম
যেই নামের পাশে একটি দেশের
দ্বিগুন হয়ে যায় দাম। পড়ুন
কবিতা | ২ টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ৩৮৪ বার দেখা | ৩২ শব্দ ১টি ছবি
প্রেমের গুচ্ছ অণুছড়া
প্রেমের গুচ্ছ অণুছড়া
এক।।
রূপে গুণে ভারি সুন্দর
ভীষণ মিষ্টি ঠোঁট
পাশের বাড়ির পরী পাবে
আমার পূর্ণ ভোট। দুই।।
মনে আছে সোমার বন্ধু
ফার্স্ট ইয়ারের রাখি
ভুলতে আজো পারিনা তার
নেশায় ভরা আঁখি। তিন।।
প্রথম দেখায় যাকে সেদিন
সপে ছিলাম দিল
রূপা নামের ফর্সা মেয়ের
গালে ছিলো তিল। চার।।
মনে পড়লে আজো তারে
প্রেমেতে পড়ুন
ছড়া ও পদ্য | ১টি মন্তব্য | মন্তব্য বন্ধ রাখা আছে | ২০৪ বার দেখা | ৪৭ শব্দ ১টি ছবি