রোজ ডেকে যায় ডাহুকী;
কারণে অকারণে ডেকে যায় সে।
বিস্তর রৌদ্রের সফর শেষে
ক্লান্ত দিনের পাখি
গোধূলী সীমার ঠোঁটে করে যখন আনে
এক পিয়ালা গাঢ় রাত্রি।
ছায়াধূপে মিশে চুপি চুপি
জোনাক ফুল ঝরে পড় যখন পথে পথে
অতসী ছুঁড়ির মতন শিশিরের দলে।
আকাশের জানালায় কান পেতে
আমি তখনো শুনতে পাই,
এই সবুজ দ্বীপের ছায়া পিছনে ফেলে
দূরে— দূরে— আরো দূরে ফাঁকা মাঠে
ডেকে যায় ডাহুকী বিরহী সুরে।
কোন্ সে অভিমানে; কোন্ সে বিরহে
বুকফাটা আর্তনাদে
ঝরা ফসলের ক্ষেতে; কখনো-বালুচরে,
হেমন্তের ভিজা ঘাসে; কখনো-
শ্মশানের খেয়াঘাটে, রোজ রোজ
সহসায় ডেকে যায় ডাহুকী করুণ সুরে।
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
ডাহুকী,
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কোন্ সে অভিমানে; কোন্ সে বিরহে
বুকফাটা আর্তনাদে
ঝরা ফসলের ক্ষেতে; কখনো-বালুচরে …
loading...
প্রতিটি চরন
অনিন্দ্য সুন্দর।
loading...