এখন কেমন আছো তুমি

এখন কেমন আছো তুমি ছন্নছাড়া
এ নগরজীবনে,
এখন কেমন সময় কাটে বিষণ্ণ এসব রাতে দিনে।

এখন তুমি কেমন স্বপ্ন দেখো,
ভুল স্বপ্নে কি রোজ কাঁদো ?
এখন কেমন তুমি কার ছবি আঁকো
কাব্যকলা ভুলে কাকে তুমি বুকে বাঁধো ।

এখন কেমন করে ঝরাও জলের ধারা
নিভৃত ওই বুকের খাঁজে ।
এখন কেমন করে ভাঙে চোখের পাড়
যুগল ভুরুর হ্রদ মাঝে ।

এখন কেমন করে তোমার দুপুর কাটে
বিকেল কাটে শূন্য এ অরণ্যে ।
এখন কেমন করে সজীব হয়
কবিতার প্রিয় সে পঙ্কতিগুলো,কার সে বর্ষণে ।

এখন কেমন করে বৃষ্টি নামাও, রৌদ্র তাড়াও,
নিঃশব্দ মনের গহীন তলে
এখন কেমন করে হৃদয় সাজাও, ছায়া নামাও,
জুঁই চাপা আর শিমুল ফুলে ।

এখন কেমন আছো,
কেমন আছে তোমার ভোরের আকাশ,
কেমন আছে রাতের আঁধার, ডাহুক, পেঁচা ।
কেমন আছে খুনি দু-ঠোঁট,চিরল দু-চোখ,
সংকুচিত ম্লান হাসি – ওই হাসির ফোয়ারা ।

এখনো কি নিয়ম করে স্নান করো,
উদয় ভোরের রক্তিম লালে,
পূজা করো তুলসী তলে, ।

কিংবা — নিয়ম করে সাজাও ফুল আর সাঁঝদ্বীপ
নিয়ম করে করো কি সন্ধ্যা আরতি !

এখন কি রোজ রাতে লিখো আমায় নিয়ে —
সেই প্রিয় চার অক্ষর,
একটি যার শব্দ,ডট দিয়ে তিনটি লাইন-
. ভালোবাসি…
. ভালোবাসি…
. ভালোবাসি….

লিখো আমাকে —
বিন্দু,
আমিও ভালোবাসি তোমাকে…
আমিও ভালোবাসি তোমাকে…
তোমাকে তোমাকে তোমাকে…
জানো —
এতটা দিনপর এসব আমার জানতে ইচ্ছে করছে ।
খুব জানতে ইচ্ছে করছে ।

২৩/০৪/২০২০ইং

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ০টি) | ২ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৫-০৫-২০২০ | ৮:৫৫ |

    ভালো লাগছে এই কারণে যে, ইদানিং আপনার কবিতা নিয়মিত পড়তে পারছি। অভিনন্দন কবি পথিক সুজন। শুভ সকাল। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  2. ফয়জুল মহী : ০৫-০৫-২০২০ | ১২:৪৯ |

     খুবই ভালো লাগলো। 

    GD Star Rating
    loading...