আজ সারা দিন আমি এই ঘাসে
বাবলার ফুলে ফুলে,
শালিকের ঝাঁক হয়ে নেমে আসি
পুকুরের নীল জলে ॥
কলমির ঘ্রাণে বাদলের জলে
পাখির পালক ঝরে,
আষাঢ়ের দিনে মেঘের ছায়ায়
তারে খুব মনে পড়ে ॥
হিজলের ডালে মেঘবতী চুলে
দেখে কেশবতী কন্যা,
চাঁপাফুলে গাঁথা মুখখানি তার
রুপে গুনে সে অনন্যা ॥
যতদিন আছি এই পৃথিবীতে
কুয়াশার মত বেঁচে,
ততদিন চাইবো তোমাকে আমি
হলুদ পাতার নিচে ॥
তবু জানি কোনদিন একদিন
ছেড়ে চলে যাবে তুমি,
মানুষের ভিড়ে অজস্র খুঁজিবো
মিছে বার বার আমি ॥
আজকের মত সেইদিন যদি
ঝর ঝর ঝরে যায়,
বাদল বরষা,সেইদিন তারে
আমি যে দেখিতে চাই ॥
ছাইতন হরিতকী মেহগুনি
আর কদমের ডালে,
জোছনার রঙে মন ভিঁজে যায়
কাতর চোখে তাকালে ॥
রাতের শরীরে শিশিরের জল
নিশিদিন ঝরে পড়ে,
তবু যেন আমি তার কাছ থেকে
যোজন যোজন দূরে ॥
09-07-16
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
কবিতার ছন্দমিলে মুগ্ধ হলাম পথিক সুজন ভাই। ভালোবাসা।
loading...
অনুপ্রাণিত হলাম শ্রদ্ধেয় ভাইয়া,,অনাবিল শুভেচ্ছা
জানবেন।
loading...
কলমির ঘ্রাণে বাদলের জলে
পাখির পালক ঝরে,
আষাঢ়ের দিনে মেঘের ছায়ায়
তারে খুব মনে পড়ে॥
অসামান্য রোম্যান্টিক কবিতা মি. পথিক সুজন। শুভ সন্ধ্যা।
loading...
ভাল লিখেছেন প্রিয় কবি দা।
loading...
ছন্দের কারণে কিনা জানিনা লিখাটি ভালো হয়েছে মনে করি।
loading...
দারুণ প্রকাশ
loading...