আজকের বাংলার ভূমি কামানের
উর্ধ্বে পরিত্যক্ত ফসলের ক্ষেত ।
অনাবৃত মৃত্তিকার বুকে
দিগন্তের দ্বীপপুঞ্জের সাগরে ভেসে ওঠে
মাইলের পর মাইল মানুষের কঙ্কাল ।
……..কিংবা
অফুরন্ত রৌদ্রের তিমিরে ফিনকি
ঝরা রক্তের পান্তর,
কেবলই খড়ের স্তূপে পড়ে আছে
অগণন মানুষের মরা দেহ ।
.
কিন্তু কখনো তো এমন ছিল না ।
যত দূর চোখ যায় পূর্ব-পশ্চিম
উত্তর-দক্ষিণ দেখা যায় সবুজের ক্ষেত ।
কোনো এক বিবর্তনের হাত ধরে
কোথাও একটি পরিবর্তন হয়েছে ।
.
অবাচীর অন্ধকার দেওয়াল খুঁড়ে
প্রাগৈতিহাসিক স্মৃতি প্রবেশের দ্বার খুঁজে
চৈত্রের ফাটলে বাংলার প্রান্তরে ।
.
মাটির তরঙ্গে বিবর্ণ লাঙ্গল
লঙ্গরখানার রক্তে হলি খেলে ।
তবু আমাদের ফসল চাই
এই ফসলের দেশে ফুটপাত থেকে
রাজপথে কিংবা শহরের অলিতে গলিতে ।
.
এ যেন উটের পিঠে পৃথিবী চলে
ঘোড়ার সওয়ারে গভীর অন্ধকারে ।
তবু কাউকে বলতে শুনি না
সেই জরাজীর্ণ অন্ধকার থেকে
সূর্য নিরন্তর হিরণ্ময় ।
loading...
loading...
শুভেচ্ছা কবি দা। ভাল লিখেছেন।
loading...
কৃতজ্ঞতা জানবেন প্রিয় কবি
loading...
যথেষ্ঠ বিস্তীর্ণ এই কবিতার ক্ষেত্র। ভালো লাগা কবি সুজন ভাই।
loading...
অশেষ শ্রদ্ধা জানবেন প্রিয় কবি
loading...
সূর্য নিরন্তর হিরণ্ময়। বেঁচে থাকার আশা জাগানিয়া।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় কবি
loading...
সেই জরাজীর্ণ অন্ধকার থেকে
সূর্য নিরন্তর হিরণ্ময়।
দারুণ কথামালা কবি সুজন হোসাইন।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয় কবি
loading...
ভালোবাসা প্রিয় কবি মি. সুজন হোসাইন।
loading...
অশেষ শ্রদ্ধা জানবেন স্যার
loading...
ভালো লেখা । শুভকামনা কবিকে।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন প্রিয় কবি
loading...