একদিন তোমার ভিতরে তুমিত্বত্ত
হয়ে চুমুর পুরাণ খুলে বসবো শহরে।
মেকি লেবাস খুলে ঠোঁটের কোয়া
ভিজাবো তোমার চুলে বর্ষা নামলে।
আমি ঈশ্বর দেখিনি যূথিকা,
আমি তোমাকে দেখেছি, শুধু তোমাকে।
স্মৃতির আগুন বড় আগুন নীরবে
জ্বলে হৃদয় পুড়াবে, তবুও
চোখ সমুদ্রের জল শুকাবে না।
চোখ ও হৃদয় বিপরীত কোণ হলেও
এর উপলব্ধির সীমারেখা সরল।
পুড়ে খাক হওয়ার জন্যে
এক চুমুক স্মৃতিই যথেষ্ট যূথিকা,
কেননা, স্মৃতির কোনো রেখা নেই।
তুমি আমার হওনি বলে
ভেবো না, তোমায় ভুলে গেছি।
একদিন হঠাৎ ঈশ্বরকে ডাকতে গিয়ে
তোমাকে ডেকেছি, তারপর থেকে
বৃদ্ধা রাজনীতি যুবতী নদী হয়ে ওঠে।
যূথিকা, অন্তত এই ভেবে স্বপ্ন দেখি
তোমার আমি ত্বত্তে
আমার একটা তুমি আছে।
০৭/০৩/১৯
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
যূথিকা, অতন্ত্য এই ভেবে স্বপ্ন দেখি
তোমার আমি ত্বত্তে
আমার একটা তুমি আছে।
অতন্ত্য শব্দটি বহুকাল চোখে পড়েনি। খানিকটা থমকেও গিয়েছিলাম। আমাকে জানাবেন এটা কি অনিচ্ছাকৃত বানান ভুল নাকি অতন্ত্য শব্দটির আসলেই কোন অর্থ রয়েছে। অন্তত হিসেবে ধরে নেয়া যেতে পারে।
শুভেচ্ছা রইলো মি. সুজন হোসাইন।
loading...
শ্রদ্ধেয় কৃতজ্ঞতা জানবেন, এটা ইচ্ছাকৃত নয়, ,বানানটি ভুল হয়েছে। অন্তত হবে ,,অশেষ শ্রদ্ধা জানবেন,
loading...
ধন্যবাদ মি. সুজন হোসাইন।
loading...
আমি ঈশ্বর দেখিনি যূথিকা,
আমি তোমাকে দেখেছি, শুধু তোমাকে।
ভীষণ রোম্যান্টিক একটি কবিতা পড়লাম কবি দা।
loading...
অনেক অনেক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানবেন প্রিয় দিদি
loading...
দারুণ কবিতা প্রিয় কবি সুজন ভাই।
loading...
নিরন্তর শ্রদ্ধা জানবেন প্রিয় কবি
loading...
সুন্দর।
loading...