তোমার শহরে এখন নাকি নিয়ম করে বৃষ্টি হয়
এখন নাকি তুমি রোজই বৃষ্টিতে ভিজো;
জানালার গ্রীলে এলো চুল নিয়ম করে আকাশ মাখে
দূরত্বের ব্যবধানে মেঘেরা তোমার বারান্দায় এলে !
শুনেছি তুমি নাকি রোজই টিপ পরো,
তোমার চুলেদের ঘ্রাণ ভেসে রোজ প্লাবিত হয় শহর,!
বুকের সেফটিপিন খুলে রোজই নাকি উত্তপ্ত ঝর্ণার মত
এই শহরে থমথমে কারফিউ ডাকো প্রত্যাখ্যাত রাত্রে !
যূথিকা, লাল টিপ তোমাকে বানাতো বেশ,
তবে আমার কথাতে কখনোই পরো নি তুমি তা,
এখন নাকি তুমি রোজই টিপ পরো ; তবে কালো টিপ;
এখনো নাকি নিজেকে খন্ডিত করে গড়ো নতুন কারুর বুক ।
তুমি ত চুরির শব্দে বহুবার ভেঙেছো নিজেকে,শুধু
নিজে ভেঙে আমাকেই পারো নি গড়তে,!
আর আমিও হতে পারিনি তোমার যুক্ত হওয়া খন্ডিত জীবন । কী অবাক তাই না !
এবার তোমার শহরে বৃষ্টি এলে বকুলের শাঁখায় ভোর এঁকে দিও। চুল খুলে লাল টিপ পরে সারারাত এক
চুমোক প্রেম রেখে দিও দখিনের জানালায় !
আমি অপ্রাপ্তির ঢেউ গুনে গুনে থমথমে কারফিউ
ডিঙিয়ে চোখ বুজে বুকে তুলে নিবো এক ঢোক মৃত্যু !
০২/০৩/১৯
loading...
loading...
পারফেক্ট কবিতায় অভিনন্দন প্রিয় কবি মি. সুজন হোসাইন। শুভ সকাল।
loading...
অশেষ কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয় স্যার
loading...
আমি অপ্রাপ্তির ঢেউ গুনে গুনে থমথমে কারফিউ
ডিঙিয়ে চোখ বুজে বুকে তুলে নিবো এক ঢোক মৃত্যু !
দারুণ কবি দারুণ। অভিনন্দন কবি সুজন ভাই।
loading...
নিরন্তর শ্রদ্ধা জানবেন প্রিয় কবি

loading...
অসাধারণ হয়েছে কবিতাটি। অভিনন্দন কবি দা।
loading...
আন্তরিক শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয় কবি দিদি

loading...
অনেক সুন্দর।
loading...
আন্তরিক শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,

loading...