যুথিকা, চলো আবার দুজনে এক সাথে বসে বিকেল
দেখি তোমার দীঘল কালো চুল বেয়ে
ঐ কপোলে গোধূলি পরিয়ে দিক নির্জনে লাল টিপ,!
চলো আরও একবার সবুজ ঘাসে খালি পায়ে হাটি,
মাছরাঙা ঠোঁটে সন্ধ্যা নামলে
দীপশিখা জ্বলে উঠুক তুলসী তলে আরতির সুরে
মনের গহীনে শঙ্খ সুর তুলে,!
তোমাকে দেখার ছলে,!
একবার চলো আঁধার গলিয়ে জোছনার আলোয়
চাঁদ ছুঁই রাত্রির মধ্যমায় বসে বসে!
হিজলের পথ ফুরালে; দুই জনে —-
নিরেট স্বপ্নগুলোকে ঘুমের কৌটায় তুলে রাখি
আরো একবার সযতনে,!
যুথিকা, চলো,আরো একবার ভোর আঁকি চালতার
পাতায় দুজনে দুজনকে না পাওয়ার বেদনায়,!
শুধু একবার ভেবো এই যে,
আমাকে পাবে না জেনেও কেউ ত ভালোবাসে আমায়,
তার স্বপ্নে রোজ যাই আমি ছায়াবীথি হয়ে,!
তোমাকে পাবো না জেনেও এই জন্যে ই যে-ভালোবাসি
তুমি আমার না হলেও আমার ত একজন আছে
যার ভাবনায় সময় চলে যায়,,!
১৫/০২/১৯
loading...
loading...
"যুথিকা, চলো,আরো একবার ভোর আঁকি চালতার
পাতায় দুজনে দুজনকে না পাওয়ার বেদনায়!
শুধু একবার ভেবো এই যে,
আমাকে পাবে না জেনেও কেউ ত ভালোবাসে আমায় !!"
অসাধারণ লাগলো রোম্যান্টিক এই কবিতাটি। অভিনন্দন মি. সুজন হোসাইন।
loading...
অশেষ শ্রদ্ধা জানবেন, আপনার সুন্দর মন্তব্যে প্রেরণা পেলাম আমি,,,
loading...
রুমান্টিকতার ছুঁয়া আছে….
Sundor
loading...
আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানবেন শ্রদ্ধেয়,,,
loading...
দারুণ সরল একটি কবিতা প্রিয় কবি দা।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়,, ,
loading...
কবিতাটি পছন্দ করলাম কবি সুজন ভাই।
loading...
কৃতজ্ঞতা জানবেন শ্রদ্ধেয়
loading...
সুন্দর।
loading...
আন্তরিক ধন্যবাদ জানবেন শ্রদ্ধেয়,, ,,
loading...