মেয়েটির কেউ রাখে না খোঁজ,
যে মেয়েটি রোজ রোজ জানালার গ্রীল ধরে
দাঁড়িয়ে থাকত দু চোখ মেলে
দূর মেঘের মিনারে,
প্রিয় কারুর আশায়।
যে মেয়েটি রোজ রোজ সন্ধ্যা নামার আগেই
গুছিয়ে নিতো এলো কেশি আস্তাবল,
গোধূলীর চিলেকোঠায়।
পূজার ডালা হাতে যে মেয়েটি রোজ জ্বালত
সন্ধ্যা প্রদীপ নীরব তুলসীবনে,
করত বসে আরতি ।
যে মেয়েটির দূরন্ত উচ্ছ্বাস বইচির বাগান ঘেরা,
কলাবতী নলক নাকে,
ছোট্ট গাঁ’টি করত সারা ।
যে মেয়েটি রোজ রোজ রাখত সবার খবর,
সবই মনে রাখত সে,
কখন কি লাগবে দরকার ।
যে মেয়েটির রোজ রোজ বাড়ন্ত সময়,
ধুলোমাখা পথে,
বইয়ের ভাঁজে রাখত ফুটন্ত গোলাপ।
সে মেয়েটি ছিল সবার মধ্যমণি,
আদরের তুলতুলি,
খুঁশির রাঙা প্রভাত।
সে মেয়েটির এখন রোজ রোজ ছন্নছাড়া ভাব,
আওলা ঝাওলা কথায়,
বে ভুলি কাজের হিসেব রাখা।
সে মেয়েটি আজ কোথায় আছে,কেমন আছে,
হায় নিয়তি,সেই মেয়েটির
কেউ রাখে না আর খোঁজ!
মেয়েটি এখন ঘর পালিয়ে ঘুরে বেড়ায় পথে,
দূরন্ত মেয়েটির নির্জীব প্রাণ,
অবহেলায় কাটে দিন।
০৩/০১/২০১৮
loading...
loading...
বহুকাল পড়ে যেন আপনার লিখা পড়লাম। বরাবরের মতো মুগ্ধতা রাখি আপনার লিখায়। আশা করবো এখন থেকে নিয়মিত শব্দনীড় এর পাশে থাকবেন। শুভ সকাল।
loading...
অশেষ কৃতজ্ঞতা প্রিয় ভাইয়া ।
জি ভাইয়া থাকব
loading...
শব্দনীড়ে নতুন করে স্বাগতম কবি দা।
loading...
কৃতজ্ঞতা অশেষ
loading...