বন্ধু সকলের জীবনেই থাকে। ভাল বন্ধুর যেমন জীবনে খুবই প্রয়োজন তেমনই জীবনে এমন কিছু বন্ধুও আসে যারা শুধুমাত্র সমস্যাই তৈরি করে। আপনি তাদের হয়তো সরাসরি না বলতে পারেন না, কিন্তু তাদের জন্যই আপনাকে মানসিক সমস্যায় ভুগতে হয়। এমনকী প্রশ্নের মুখেও পড়তে হয়। যে যে লক্ষণে বুঝবেন আপনার বন্ধুত্ব মোটেও ভাল দিকে যাচ্ছে না।
এই বন্ধুর কারণেই আপনি হীনম্মন্যতায় ভুগছেন। অনেকবার আশাহত হয়েছেন।
যে বন্ধুর জন্য আপনার অনেক অকাজের সময় নষ্ট হচ্ছে।
মনে হচ্ছে জোর করে আপনার উপর কিছু চাপিয়ে দেয়া হচ্ছে।
যদি আপনার বন্ধুত্ব একতরফা হয় অথবা তার আন্তরিকতা কম থাকে।
এই বন্ধুত্বের মধ্যে ভালোবাসার চেয়েও বেশি থাকে হিংসা।
আপনার কাছে যদি উপর দিয়ে ভাল সাজার নাটক করে।
যেভাবে মোকাবিলা করবেন বন্ধুকে ভাল করে জানুন
খুব ভাল করে বন্ধুকে বোঝার চেষ্টা করুন। সে হয়তো জীবনে আপনাকে পেয়ে সুখী। কিন্তু আপনার ক্ষেত্রে তা নাও হতে পারে। সবসময় ভাল খারাপের তুলনা করে নিন।
আপনি ঠিক করুন
যথেষ্ট বয়স হয়েছে সুতরাং আপনি ঠিক করুন বন্ধুত্ব আপনি রাখবেন কিনা এবং তা যথাসম্ভব দ্রুত করুন।
কিছুটা সময় দিন নিজেকে। বন্ধুত্বের বাইরেও নিজের জন্য কিছুটা সময় রাখুন। নিজের জন্য ভাবুন। আর কিছু মানুষকে এড়িয়ে চলতে শিখুন।
loading...
loading...
বন্ধুত্বের বাইরেও নিজের জন্য কিছুটা সময় রাখুন। নিজের জন্য ভাবুন। আর কিছু মানুষকে এড়িয়ে চলতে শিখুন। কিছুটা সময় দিন নিজেকে। তাই করছি বোন।
loading...
দারুন পরামর্শ। ভাল লাগল।
loading...
বন্ধুত্ব করতেও এখন আমাদের সতর্ক থাকতে হয়। শৈশব কৈশরই ভালো ছিলো।
loading...
ভাল বন্ধুর যেমন জীবনে খুবই প্রয়োজন তেমনই জীবনে এমন কিছু বন্ধুও আসে যারা শুধুমাত্র সমস্যাই তৈরি করে।
loading...
বন্ধু নিয়ে পোস্ট সুন্দর হয়েছে দিদি ভাই।
loading...
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ
loading...