অফিসে প্রেম?

অফিসে প্রেম?

বাড়ির পরে অফিসই একমাত্র জায়গা যেখানে আমরা দিনের বেশিরভাগ সময়টা কাটাই। আর বেশি সময় কাটানো সেই জায়গায় কাউকে ভালো লেগে যাওয়া বা কারও প্রতি আকৃষ্ট হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু অফিসে সহকর্মীর প্রেমে পড়ে যাওয়া যতটা সহজ ঠিক ততটাই কঠিন অফিসের মধ্যে প্রেমটাকে চালিয়ে যাওয়া। সেক্ষেত্রে নিজের অনুভূতিগুলোকে ধরে রাখতে অনেক বেশি সচেতনতা বজায় রাখতে হয়। কারণ, অফিস প্রেমের একটা ভুল আপনার কেরিয়ারের ওপর প্রভাব পড়তে পারে। তাই অফিস প্রেমের ক্ষেত্রে জেনে নিন কী কী করবেন আর কী কী করবেন না।

১. প্রত্যেক অফিসের নিজের নিজের কিছু নিয়ম কানুন থাকে। কিছু হিউম্যান রিসোর্স পলিসি থাকে। তাই অফিসের মধ্যে এমন কিছু করবেন না, যা আপনার চাকরির ওপর প্রভাব ফেলে।

২. অফিস কোনও আবেগের জায়গা নয়। অফিসে হালকা ফ্লার্টিং চলতেই পারে। কিন্তু প্রেম আপনার চরিত্রে দাগ ফেলতে পারে। আপনার চাকরিতেও সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া এসব খবর আগুনের থেকেও তাড়াতাড়ি ছড়ায়। তাই অফিসে প্রেম করার সময় খুবই সাবধান।

৩. যদি কখনও অফিস প্রেমে ধরা পড়ে যান। তাহলে ততক্ষণাত্ বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য উপযুক্ত উত্তর তৈরি করে রাখুন। যা আপনাকে হয়তো বিপদের হাত থেকে রক্ষা করতে পারে।

৪. অফিসে পেশাদারিত্ব বজায় রাখুন। অফিসে সবার আগে যেটা জরুরি সেটা হয় কাজ। ব্যক্তিগত জীবনে যা খুশি হয়ে যাক, তা যেন কোনওভাবেই অফিসের মধ্যে আপনার কাজে প্রভাব না ফেলে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৪-০৩-২০১৯ | ১৫:১৪ |

    নিজের অনুভূতিগুলোকে ধরে রাখতে অনেক বেশি সচেতনতা বজায় রাখতে হয়। অফিস প্রেমের একটা ভুল আপনার কেরিয়ারের ওপর প্রভাব পড়তে পারে। সঠিক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৪-০৩-২০১৯ | ২০:৪২ |

    অফিসে প্রেম আজকাল ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। কত সংসারে যে অনল জ্বলছে তার খবর কেউ রাখি না। Frown

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৪-০৩-২০১৯ | ২১:০৫ |

    হুম। এমন ঘটনা ঘটা অবান্তর কিছু নয়। তবে সতর্ক থাকতে হবে।

    GD Star Rating
    loading...
  4. ফারুক মোহাম্মদ ওমর : ২৪-০৩-২০১৯ | ২২:৫৬ |

    মুরুব্বী খাঁটি কথা বলেছেন।

    GD Star Rating
    loading...
  5. সুমন আহমেদ : ২৪-০৩-২০১৯ | ২৩:২২ |

    অফিসে প্রেম খুব কি জরুরী ?

    GD Star Rating
    loading...