স্ট্রোকের ঝুঁকি বাড়ায় জন্ম নিয়ন্ত্রণের ওষুধ

স্ট্রোকের ঝুঁকি বাড়ায় জন্ম নিয়ন্ত্রণের ওষুধ

জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সেবনে স্ট্রোকের ঝুঁকি বাড়ে। বিশেষ করে যারা ধূমপান করেন, উচ্চ রক্তচাপের ইতিহাস আছে এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে- এমন নারীর ক্ষেত্রে এই ঝুঁকি আরো বেশি।

এক গবেষণায় এই তথ্য জানানো হয়। তবে গবেষণায় দেখা গেছে, কম বয়সী সুস্থ নারীর ক্ষেত্রে এই ঝুঁকি কম। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১০ কোটি নারী জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সেবন করেন। গবেষক মারসিয়া এমসি গিনলে বলেন, যেসব নারীর ক্ষেত্রে স্ট্রোক হওয়ার অন্য ঝুঁকিগুলো রয়েছে তাদের ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সেবনে স্ট্রোকের ঝুঁকি আরো বেড়ে যায়।

এদের জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সেবনে নিরুৎসাহিত করার পরামর্শ দিয়েছেন তিনি। জন্ম নিয়ন্ত্রণের ওষুধ ইসকেমিক স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, আর এটা হয় রক্ত জমাট বাঁধার কারণে। তবে এটা হেমোরেজিক স্ট্রোকের ঝুঁকি তৈরি করে না, যা মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য হয়। গবেষণার ফলাফলে আরো দেখা গেছে, প্রায় এক লাখ নারীর মধ্যে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ সেবন এক দশমিক নয় থেকে ৮ দশমিক ৫ ভাগ স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়। তবে যাদের মধ্যে উচ্চ রক্তচাপ এবং মাইগ্রেনের সমস্যা রয়েছে, তাদের এই ঝুঁকি বেশি থাকে। মেডলিংক নিউরোলজি জার্নালে এই গবেষণা প্রকাশিত হয়েছে। -টাইমস অব ইন্ডিয়া।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৬-০২-২০১৯ | ১৩:১৭ |

    সামাজিক সচেতনতা বাড়াতে এমন পোস্ট বেশী বেশী প্রচার করার উচিত।

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ২৬-০২-২০১৯ | ১৮:৪৬ |

    জন মানুষে সতর্কতা বাড়ুক।

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ২৬-০২-২০১৯ | ১৯:২৪ |

    সতর্ক থাকতে হবে। 

    GD Star Rating
    loading...