স্বামী-স্ত্রীর ঝগড়া কমার উপায়

স্বামী-স্ত্রীর ঝগড়া কমার উপায়

স্বামী-স্ত্রীর মাঝে কোনো কারণে মনোমালিন্য বা ঝগড়া হতেই পারে। কিন্তু তা যদি দীর্ঘদিন ধরে চলতে পারে তবে এর কারণে আপনার সম্পর্ক ভেঙেও যেতে পারে। এছাড়া মানসিক কষ্ট তো দুইজনকেই পেতে হয়। কিন্তু এই ঝগড়ার সমাধান কী জানেন?

দুইজন মানুষ যেমন আলাদা, তেমনি তাদের চাওয়া-পাওয়াও আলাদা। কাজেই একজন মানুষ যখন তার চাওয়া অনুযায়ী স্বামী বা স্ত্রীর কাছ থেকে তা না পান তখনই শুরু হয় দ্বন্দ্ব।

কথা বলার প্রস্তুতি নিন
যে বিষয়গুলো দুইজনের মধ্যে মিলছে না তা নিয়ে কথা বলুন। জানতে চান তার কী বক্তব্য বা সে আপনার কাছ থেকে কী আশা করেন।

অভিযোগ কম
তুমি আমাকে সময় দাও না এই কথাটি না বলে বরং বলুন আমি তোমাকে মিস করি। তাছাড়া নিজে সব কথা না বলে বরং সঙ্গীর কথা শুনুন ও তাকে কথা বলার সুযোগ দিন।

সমাধান খুঁজুন
ভালোবাসাকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন সহনশীলতা। ভালোবাসার মানুষটির পছন্দ নয় বা কী তাকে কষ্ট দেয় তা জানুন। আর এ বিষয়ে কথা বলে বা আলোচনা করে সমাধান বের করুন।

ক্ষমা করুন
পুরনো ঝগড়া টেনে না এনে বরং ক্ষমা করে দিন। ভালোবাসার সম্পর্কে একে অপরকে ক্ষমা করার মনোভাব খুবই জরুরি। একে অপরকে জড়িয়ে ধরুন কিংবা কোথাও ঘুরতে যান। যা ঝগড়া কমাতে খুবই উপকারি।

নতুন পরিকল্পনা করুন
ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া না করে আগামি দিনের জন্য পরিকল্পনা করুন। এই ধরণের পরিকল্পনা দুই জনের মধ্যে ঝগড়া অনেক কমিয়ে দেয়।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ০৯-০১-২০১৯ | ১৯:২৮ |

    উত্তম পরামর্শ। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ সুরাইয়া নাজনীন।

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০৯-০১-২০১৯ | ২০:১৮ |

    স্বামী-স্ত্রীর ঝগড়া কমার উপায় গ্রহণযোগ্য। শুভেচ্ছা নিন বোন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    GD Star Rating
    loading...
  3. রিয়া রিয়া : ০৯-০১-২০১৯ | ২০:২৯ |

    হুম। আপনার সাথে একমত দিদি ভাই। আমাদের নিজেদের সমস্যা আমরা নিজেরাই তো সমাধান করে নিতে পারি। সমস্যা সময়কে দীর্ঘ সময় দেয়া যাবে না।

    GD Star Rating
    loading...
  4. নূর ইমাম শেখ বাবু : ০৯-০১-২০১৯ | ২১:৪৩ |

    অসাধারণ সুন্দর লেখনীতে অপার মুগ্ধতা রেখে যাই।

    GD Star Rating
    loading...
  5. নিতাই বাবু : ১০-০১-২০১৯ | ১:৩১ |

    দারুণ উপদেশ তো! বেশ ভালোই হয়েছে আপনার পোস্টের কারণে। আমারও আপনার এই পোস্ট অনেক উপকারে আসবে। কারণ, এখনো বুড়ো বয়সে সমসময় ঝগড়া করতে হয়। এখন থেকে আর নয় ঝগড়া । 

    GD Star Rating
    loading...