ক্যান্সারের ঝুঁকি বাড়ে পান খেলে

ক্যান্সারের ঝুঁকি বাড়ে পান খেলে

পানের সঙ্গে বাঙালি বা ভারতীয়দের সম্পর্ক একেবারে ঘরোয়া। হ্যাঁ, পান পাতার কথা বলছি। এ দেশে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে পান-সুপারির ব্যবহার অতি প্রাচীন। এ দেশে এখনও ধূমপান বা মদের নেশাকে অনেকে ‘অপরাধ’ বলেই মনে করেন। কিন্তু পান, ‘আরে সে তো মুৎসুদ্দি, হজমে সহায়ক’! হ্যাঁ, এ কথা সত্যি, পান পাতার উপকারিতা কিন্তু কম নয়। পান পাচন শক্তি বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে… আরও কত কী!

কিন্তু পানের সঙ্গে সুপারি বা জর্দা (তামাক) যুক্ত হলে তা কিন্তু খুবই ক্ষতিকারক। ‘সালমোনেলা’ নামে ব্যাক্টেরিয়া বা জীবাণু পানপাতা বাসা বাঁধে। এই জীবাণু পেটের নানা রোগ বাধায়। এ ছাড়াও সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পান খাওয়ার নেশা বাড়াতে পারে ক্যানসারের আক্রান্ত হওয়ার ঝুঁকি। পানের সঙ্গে সুপারি, জর্দা, চুন ইত্যাদির মিশ্রণেই মূলত ক্যানসারের ঝুঁকি রয়েছে বলে মত চিকিৎসকদের।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা প্রতিষ্ঠান আইএআরসি-র মতে, চুন ও সুপারি দিয়ে পান খেলে মুখের ক্যানসার হতে পারে। তাই যারা পানের সঙ্গে তামাকজাতীয় দ্রব্যাদি গ্রহণ করেন, তাদের সাধারণের চেয়ে পাঁচগুণ বেশি ওরাল ক্যানসার হওয়ার আশঙ্কা থাকে। গবেষণায় দেখা গিয়েছে, চুন, সুপারি, জর্দা দিয়ে পান খেলে মুখের ক্যানসারের ঝুঁকি ৯.৯ গুণ এবং জর্দা ছাড়া শুধু চুন, সুপারি, খয়ের দিয়ে পান খেলে ক্যানসারের ঝুঁকি ৮.৪ গুণ বেড়ে যায়। চুনে রয়েছে প্যারা অ্যালোন ফেনল, যা মুখে আলসার সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের ঘা ধীরে ধীরে ক্যানসারে রূপান্তরিত হতে পারে। এ ছাড়া কাঁচা সুপারিতে রয়েছে উচ্চমাত্রার সাইকোএকটিভ এলকালয়েড। এই কারণে শরীরে উত্তেজনার সৃষ্টি হয়। সুপারি চিবোলে শরীরে গরম অনুভূত হয়, এমনকি শরীর ঘেমে যেতে পারে। সুপারি খেলে হাঁপানির সমস্যা বেড়ে যেতে পারে, হাইপারটেনশন বা রক্তচাপ বেড়ে যেতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে, শুধু পান পাতা তেমন ক্ষতিকর না হলেও পান খাওয়ার আনুষঙ্গিক উপাদানগুলি বাড়াতে পারে মুখের ক্যান্সারের ঝুঁকি।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৬ টি মন্তব্য (লেখকের ০টি) | ৬ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৭-১০-২০১৮ | ২২:২৩ |

    পানের সঙ্গে বাঙালি বা ভারতীয়দের সম্পর্ক একেবারে ঘরোয়া। এ দেশে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে পান-সুপারির ব্যবহার অতি প্রাচীন। পান পাতার উপকারিতা  কম নয়। পান পাচন শক্তি বৃদ্ধি করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. মুহাম্মদ দিলওয়ার হুসাইন : ২৭-১০-২০১৮ | ২৩:৩৭ |

    * তবে তো আমাদের ঐতিহ্য হুমকির দ্বারপ্রান্তে … https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. নিতাই বাবু : ২৮-১০-২০১৮ | ০:২৯ |

    বলেন কী? পান তো সর্বদিকেই উপকারী! তবে শুনেছি পানের সাথে জর্দা চিবাইতে নেই! তাতে ভীষণ ক্ষতিকর। আমি নিজেও মাঝেমধ্যে পান চিবাই।

    GD Star Rating
    loading...
  4. চারু মান্নান : ২৮-১০-২০১৮ | ১২:৪৪ |

    পান খেলে না, পানের ভিতরের না না জাতীয় ঐগুলো খেলে হয়,,,,,,,,,শুধু খালি পানে নাকি অনেক উপকার,,,,,,,,,,,,,,,,,,,হা হা

    GD Star Rating
    loading...
  5. রিয়া রিয়া : ২৮-১০-২০১৮ | ২২:৩০ |

    আচ্ছা পান না খেলে কি হয়, পানে অভ্যস্ত না হলেই তো চলে। দাঁত জিহ্বা ক্ষতি হয়।   

    GD Star Rating
    loading...
  6. সৌমিত্র চক্রবর্তী : ২৮-১০-২০১৮ | ২২:৩১ |

    যত বাধাই থাক না, সুযোগ পেলে পান আমি ছাড়ি না। নেশা নয়, এমনি এমনি। Smile

    GD Star Rating
    loading...