আমলকির অনেক গুন!

আমলকির অনেক গুন!

হালকা সবুজ রঙের ফল, লবন-মরিচ মিশিয়ে খেলে স্বাদও অপূর্ব। চিকিৎসকদের পছন্দ থেকে ঘরোয়া টোটকা—সব কিছুতেই এই ফলের অবাধ যাতায়াত। আমলকি। গ্রাম হোক বা শহর, যার কদর কমে না এতটুকু।

চুলের স্বাস্থ্য হোক বা ত্বকের যত্ন— আমলা বা আমলকিই হয়ে ওঠে অন্যতম হাতিয়ার। আমলকির রস বা শুকনো আমলকি, রূপভেদে ব্যবহারও বদলে বদলে যায়।

এর ভেষজ গুণের কথা মাথায় রেখেই বিভিন্ন প্রসাধন প্রস্তুতকারী সংস্থা তাদের বিজ্ঞাপনে আমলকির উপস্থিতির কথা প্রচার করেন। জানেন কি আমলার বিশেষ সেই গুণগুলির কথা, যার জেরে এই ফল সব সময়ই প্রসাধনের কাজে আসে?

খুব ব্রণর সমস্যায় ভুগলে তার অন্যতম সেরা সমাধান আমলকি। আমলার রস ব্রণ হওয়া অংশে ভাল করে লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ শুকোতে দিন। তার পর ধুয়ে ফেলুন। দু’-তিন দিনের মধ্যে ব্রণ তো কমবেই, কমে যাবে ব্রণ হওয়ার প্রবণতাও। আমলার রস ব্যবহার করুন স্ক্রাবার হিসাবেও। অল্প কিছুটা জলে কিছুটা আমলা পাউডার গুলে তা দিয়েও স্ক্রাব করতে পারেন ত্বক। এতে মৃতকোষ সহজে ঝরে যায়, ত্বকে ঔজ্জ্বল্য আসে।

মাথায় খুসকির সমস্যায় কোনও রকম কেমিক্যাল শ্যাম্পু ব্যবহার না করে আমলার রস লাগান। কিছু ক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন। কয়েক দিন এমনটা করলেই খুসকি সারবে সহজে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৫ টি মন্তব্য (লেখকের ০টি) | ৫ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ২৬-১০-২০১৮ | ১৯:২৬ |

    আমলকির অনেক গুন অস্বীকার করার সুযোগ নেই। আরও অনেক গুণ রয়েছে। বিশেষ করে ডায়াবেটিক পেসেন্টদের জন্য। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    GD Star Rating
    loading...
  2. মুরুব্বী : ২৬-১০-২০১৮ | ১৯:৫১ |

    আমলকি আমার ভালোই লাগে। মিনিট খানেকের মধ্যে পানি পান করলে মিষ্টি মিষ্টি লাগে। Smile

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৬-১০-২০১৮ | ২১:২০ |

    আমলকির অনেক গুন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. মরুভূমির জলদস্যু : ২৬-১০-২০১৮ | ২৩:১৬ |

    অতি উপকারি এক ফল।

    GD Star Rating
    loading...
  5. দীপঙ্কর বেরা : ২৭-১০-২০১৮ | ৮:১৩ |

    জানতাম

    জানলাম

    GD Star Rating
    loading...