জলপাইয়ের আচারের রেসিপি

টক-ঝাল আচার
উপকরণ: জলপাই ৫০০ গ্রাম, সরিষার তেল পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী, লাল গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, পাঁচফোড়ন ১ টেবিল চামচ, শুকনা লাল মরিচ ২-৪টি আস্ত, হলুদ গুঁড়া সামান্য এবং বিট লবণ ১ চা চামচ। ধনিয়া ও শুকনা মরিচ টেলে নিয়ে গুঁড়া করতে হবে ৩ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে জলপাইয়ের বোঁটা ফেলে ভালো করে ধুয়ে নিয়ে কেঁচে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে ২ দিন রোদে দিন। তারপর সরিষার তেল, শুকনা মরিচসহ গরম করে পরে সেটি ঠাণ্ডা হলে একে তাতে জলপাইসহ অন্য সব মসলা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে বয়ামে ভরে প্রতিদিনই রোদে রাখতে হবে। এতে আচার ভালো থাকে। তৈরি হয়ে গেল জলপাইয়ের টক-ঝাল আচার। আচার ভালো করে রোদে দিলে প্রায় ১ বছর খাওয়া যেতে পারে।

ঝাল-মিষ্টি আচার
উপকরণ: জলপাই ৫০০ গ্রাম, চিনি পরিমাণমতো, লাল গুঁড়া মরিচ ২ টেবিল চামচ, লবণ স্বাদ অনুযায়ী, সরিষার তেল পরিমাণমতো, পাঁচফোড়ন ১ চা চামচ, লাল মরিচ টেলে গুঁড়া করা ১ টেবিল চামচ এবং পানি পরিমাণমতো, সিরকা (সাদা) আধা কাপ।

প্রস্তুত প্রণালি: প্রথমে জলপাই অল্প কেঁচে নিয়ে লবণ ও পানিসহ সেদ্ধ করে পানি ঝরিয়ে রাখতে হবে। তারপর একটি কড়াইতে তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিয়ে একে একে সিরকা, লবণ ও গুঁড়া মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জলপাই দিয়ে আরো কিছুক্ষণ নেড়ে চিনি ও পরিমাণমতো পানি দিয়ে আবার চুলায় ২০ মিনিট রেখে রান্না করে ঠাণ্ডা হলে বয়ামে ভরে ফ্রিজে রাখতে হবে। ফ্রিজে রাখলে এ আচার ভালো থাকে।

গলানো মিষ্টি আচার
উপকরণ: জলপাই ১ কেজি, সরিষা বাটা ২ টেবিল চামচ, আদা+রসুন বাটা ২ টেবিল চামচ,
হলুদ+মরিচ গুঁড়া ১/২ চা চামচ, চিনি ১ কাপ (স্বাদমতো),
লবণ সামান্য, ভিনেগার ১/২ কাপ, সরিষার তেল ১ কাপ, তেজপাতা-২-৩টি, পাঁচফোড়ন গুঁড়া ১ চা চামচ।

প্রস্তুত প্রণালি: প্রথমে জলপাই সিদ্ধ করে নিতে হবে। তারপর পানি ঝরিয়ে বিচি ছাড়িয়ে শিলপাটায় বেটে নিতে হবে। একটা প্যানে সরিষার তেল গরম করে তেজপাতা, আদা+রসুন বাটা, সরিষার বাটা একটু নেড়ে দিয়ে জলপাই বাটা ঢেলে মিশিয়ে নিতে হবে। এবার এই মিশ্রণের মধ্যে চিনি, লবণ, ভিনেগার, হলুদ+মরিচের গুঁড়া দিয়ে অনবরত নাড়তে হবে। যেন তলায় পোড়া লেগে না যায়। চিনির পানি শুকিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন চুলা থেকে প্যান নামিয়ে পাঁচফোড়ন গুঁড়া মিশিয়ে নিতে হবে।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২৩-১০-২০১৮ | ২১:৩০ |

    প্রয়োজনীয় রেসিপি। মুরুব্বীনিকে নোটিশ করলাম সুরাইয়া নাজনীন। ধন্যবাদ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_mail.gif

    GD Star Rating
    loading...
  2. রিয়া রিয়া : ২৩-১০-২০১৮ | ২৩:০৫ |

    রেসিপিটি আপন করে নিলাম দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. সৌমিত্র চক্রবর্তী : ২৪-১০-২০১৮ | ০:৪২ |

    সংগ্রহ করে নিলাম বোন। Smile

    GD Star Rating
    loading...