এবার ট্রাভেল হোক ফ্যাশনেবল ব্যাগে
ট্রাভেল প্ল্যানটা হয়ে গেলেই মন যেন আর ঘরে তাকে না। মনের ভেতর কল্পনার আর শেষ নেই। ব্যাগ গোছাতে যেন উতলা হয়ে ওঠে মন। তবে ব্যাগ গোছানোর আগে কিছু বিষয় বিবেচনা করতে হবে। ক’দিন থাকবেন, কী উদ্দেশে যাচ্ছেন, কোন পথে যাবেন এসব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। আর প্রয়োজনের ওপর ভিত্তি করে বেছে নিতে হবে পছন্দসই রং ও সুবিধাজনক আকারের ব্যাগ।
ভ্রমণের সময় বেশি ভার বহন করা ঠিক নয়। চাকাওয়ালা বা ট্রলি ব্যাগ নেয়াই ভালো। অনেক বড় একটা ব্যাগ নানা জিনিস দিয়ে ভারী না করে দুটি ছোট ব্যাগে কাপড় গুছিয়ে নেয়া ভালো। নয়তো ভেতরের জিনিসের ভারে ছিঁড়ে যেতে পারে ব্যাগটি। দেশের ভেতরে বেড়াতে গেলে ১০ কেজির বেশি ওজনের জিনিস ব্যাগে বহন করা ঠিক নয়। কেউ যদি দু-তিন দিনের জন্য ঢাকার বাইরে বিদেশে যান, তাহলে ছোট ট্রলিব্যাগ নেয়া ভালো। একসঙ্গে পুরো পরিবার দেশের বাইরে ভ্রমণে গেলে ট্রলিব্যাগ বড়টা নিয়ে যেতে হবে। বিদেশে গেলে সাধারণত ২০ বা ২২ কেজির বেশি ওজনের সামগ্রী নেয়া যায় না ট্রলিব্যাগে। আর হাত ব্যাগে সাড়ে সাত কেজির বেশি ওজন নেয়া যায় না। দেশের বাইরে প্লেনে গেলে হাত ব্যাগে কোনো তরল জিনিস, যেমন: সুগন্ধী, অ্যারোসল, জেল এসব বহন করা যাবে না। কাঁচি, নেইলকাটার, ছুরি এসব জিনিসও নেয়া যাবে না। সঙ্গে জরুরি ওষুধের জন্য আলাদা ব্যাগ নিতে হবে। দেশের ভেতরে বেড়াতে গেলে হাতব্যাগে প্রসাধনী ও ছোট বাচ্চাদের জন্য জরুরি জিনিস রাখতে হবে হাতের নাগালে।
যে স্থানে যাবেন, সেখানকার আবহাওয়া গরম না ঠাণ্ডা, সে সম্পর্কে পূর্বধারণা নিয়ে রাখতে হবে। দেশের বাইরে বেড়াতে গেলে বড় বড় ব্যাগ থাকলেও এর সঙ্গে পাসপোর্ট, টিকিট এগুলো নেয়ার জন্য বেল্টের সঙ্গে লাগিয়ে রাখা যায় এমন কিছু ওয়ালেট ব্যবহার করা যেতে পারে।
দামদর : ব্যাগের মডেল আর আকারের বৈচিত্র অনুযায়ী ব্যাগের দামে রয়েছে ভিন্নতা। স্যামসোনাইট আর প্রেসিডেন্ট ব্র্যান্ডের ভ্রমণ ব্যাগের চাহিদা বেশি। ১০ কেজির জন্য ২০ ইঞ্চি, ২৫ কেজির জন্য ২৪ ইঞ্চি, ৩০-৩৫ কেজির জন্য ২৮ ইঞ্চি আকারের ব্যাগ নেয়া যেতে পারে। শুধু ট্রলিব্যাগই নয়, বাজারে পাবেন কাঁধে ঝোলানো ব্যাগ, ল্যাপটপ ও অন্যান্য যন্ত্রের জন্য হাতব্যাগ ইত্যাদি। অন্যান্য আরো ব্র্যান্ডের মধ্যে আছে: ক্যামেল, পাওয়ার রেঞ্জ, টিরোল, ডিসিমিলন, চেরি ক্যামেল, ম্যাক্স ইত্যাদি। দাম পড়বে ৬০০ থেকে তিন হাজার টাকা। প্রেসিডেন্ট ব্র্যান্ডের ছোট ব্যাগের দাম পড়বে দুই হাজার ৪০০ থেকে চার হাজার ৪০০ আর বড় ব্যাগ চার হাজার ৪০০ থেকে ছয় হাজার টাকা। স্যামসোনাইট ব্র্যান্ডের ব্যাগের দাম ১৪ হাজার থেকে ৭৫ হাজার টাকা। স্কাই বো ব্র্যান্ডের হাতব্যাগের দাম পড়বে ৮০০ থেকে দুই হাজার ৫০০ টাকা, পোলো ৬০০ থেকে দুই হাজার ৮০০ টাকা, লিবারটি ৫০০ থেকে তিন হাজার টাকা।
কোথায় পাবেন: ঢাকার নিউমার্কেট, গাউছিয়া মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট, বসুন্ধরা সিটি, মৌচাক মার্কেট ও কারওয়ান বাজার সুপার মার্কেট।
loading...
loading...
সংশ্লিষ্টদের কাজে আসবে নিশ্চিত। ধন্যবাদ এবং শুভ সকাল সুরাইয়া নাজনীন।
loading...
দারুণ আইডিয়া পেলাম।
loading...
* এই গুরুত্বপূর্ণ তথ্যটি অবশ্যই বাসায় শেয়ার করব।
loading...