হঠাৎ বৃষ্টিতে যেমন জুতা

হঠাৎ বৃষ্টিতে যেমন জুতা

ঝরঝর মুখর বাদল দিনে। কার না ভাল লাগে বৃষ্টি । জানালার পাশে বসে বৃষ্টির শব্দে প্রিয়জনকে ভাবতে। কিন্তু আবেগ আর কতক্ষন? যখন কর্মজীবনে কাকডাকা ভোরে বের হতে হয়! তারপর যদি নামে হঠাৎ বৃষ্টি। তখন মুসকিল আসান কে করবে! আর সেদিনের পায়ের জুতা যদি হয় হাই হিল, তাহলে তো বিপদ দোরগোড়ায়। তাই বৃষ্টি দিনের জুতা নির্বাচন করতে হবে বুঝে শুনে ।

আপনি হাঁটছেন, রাস্তার কাঁদা আপনার জুতায় লেগে যাচ্ছে। জুতায় লাগা কাঁদা ছিটে লাগছে জামাকাপড়ে। আপনি হয়তো যাচ্ছেন কোনো কাজে। পরেছেন আপনার শখের জুতা। সারা দিন আপনাকে কিন্তু বাড়তি বিড়ম্বনাটুকু নিয়েই কাটাতে হবে। শখের জুতাজোড়ার কথা নাহয় বাদই দিলাম। বৃষ্টির এই সময়টা বুদ্ধি করে বেছে নিন ঝড়-বৃষ্টি-কাঁদার দিনে পরার বিশেষ উপযোগী জুতা, অনেকটাই রক্ষা পাবেন বিব্রত হওয়ার হাত থেকে।
এই সময়টাতে তরুণদের জন্য প্লাস্টিক বা পানি নিরোধক স্যান্ডেলই হবে জুতসই। এ সময় স্লীপার না পরে একটু উঁচু স্যান্ডেল পরাই বুদ্ধিমানের কাজ হবে। এতে করে হাঁটতে গেলে কাঁদা ছিটবে না। আবার কাঁদা-ময়লা পানি লেগে আপনার পাও নোংড়া হবে না। কিন্তু হাইহিল নয়। এতে আবার পা পিঁছলে পড়ার সম্ভাবনা থাকে। এ সময় কাপড়, চামড়া, রেকসিনের তৈরি বা ভিজলে নষ্ট হয়ে যাবে এমন জুতা, শুই বা স্যান্ডেল না পরাই ভালো।

তরুণেরা বেল্টওয়ালা আঙুলের কাছটায় আটকানো খোলামেলা প্লাস্টিকের রবারের স্যান্ডেল পরতে পারেন। এতে বাতাস ভেজা পা শুকিয়ে দেবে। এ সময়ের উপযোগী নানা নকশার ফ্যাশনেবল জুতা বাজারে রয়েছে। লাল, নীল, বাদামি, কালো, সবুজ, হলুদ, ছাই রঙের জুতা বাজারে দেখা যাচ্ছে। এসব পরে তরুণেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস কিংবা অনায়াসে সাইক্লিংও করতে পারবেন। এ ছাড়া দুই ফিতার স্যান্ডেলও পরতে পারেন। জুতা তো এখন কেবল পায়ের সুরক্ষা নয়, এটি ফ্যাশনের এক অনুষঙ্গও বটে।
রাজধানীর প্রায় সব বাজারেই পাওয়া যাবে বৃষ্টিতে পরার উপযোগী ফ্যাশনেবল স্যান্ডেল। অ্যাপেক্স, বাটা, বে-এমপোরিয়ামসহ নানা দোকানেই মিলবে এসব জুতা, স্যান্ডেল। একটু কম দামে কিনতে চাইলে চলে যেতে পারেন নিউমার্কেট, এলিফ্যান্ট রোড কিংবা গুলিস্তানে।

জুতা ভিজলে:
* ভেজা জুতা শুকাতে তাপ দেয়া ঠিক হবে না। এর ফলে চামড়া শুকাবে ঠিকই কিন্তু চামড়া এবড়ো থেবড়ো হয়ে যায়। তাতে সাধের জুতাটাই নষ্ট হয়ে যাবে।
* ড্রায়ার দিয়ে জুতা শুকনো করার কথা চিন্তাই করা যাবে না।
* ভেজা জুতা শুকাতে কাগজ বা কাপড় ব্যবহার করতে পারেন। এটি চামড়ার ভেতরের পানিও শুষে নেবে।
* ঘরের তাপমাত্রায় জুতা শুকনো না হলে ভেপার ব্যবহার করা যেতে পারে। ভেপার আয়রনের মাধ্যমে এ কাজ করা যেতে পারে। বর্ষায় জুতা ভিজলে বাজে গন্ধ হতে পারে। তাই এক্ষেত্রে ভিনেগার ব্যবহার করতে পারেন। একটা ছোট্ট কাপড় ভিনেগারে ভিজিয়ে জুতার ভেতরটা ভালো করে মুছে নিতে হবে। এর ফলে দেখবেন জুতার দুর্গন্ধ দূর হয়ে যাবে।

দরদাম
অ্যাপেক্সে পাওয়া যাবে ৮০০ থেকে ২৫০০ টাকা, বাটায় পাবেন ৪০০ থেকে ২০০০ টাকায়। এ ছাড়া বিভিন্ন বাজারে ৫০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন পছন্দের স্যান্ডেল বা জুতা।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

৩ টি মন্তব্য (লেখকের ০টি) | ৩ জন মন্তব্যকারী

  1. রিয়া রিয়া : ০৫-১১-২০১৮ | ২১:০০ |

    জুতা ভিজলে কী করণীয় পরামর্শ পছন্দ হলো দিদি ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_smile.gif.gif

    GD Star Rating
    loading...
  2. সৌমিত্র চক্রবর্তী : ০৫-১১-২০১৮ | ২৩:১৬ |

    আপনার পোস্ট গুলোতে ইনফরমেশন পাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  3. মুরুব্বী : ০৬-১১-২০১৮ | ০:০০ |

    হঠাৎ বৃষ্টিতে যুতসই জুতাই ই চাই। কোথায় পাবো জেনে নিলাম। Smile 

    GD Star Rating
    loading...