উভয়ে অবিচ্ছেদ্য জেনেছি
সময়ের বিবর্তনে কতো কিছু বদলে যায়; তুমি আমি বদলাবো এমনটা ভাবি না কখনো। আমরা বরং অধিকতর সুন্দরের কাছে সমর্পিত হবো। যৌথ হৃদয়ের আবাদে পৃথিবীর জন্য রেখে যাবো উৎকৃষ্ট শস্যদানা; শ্রেষ্ঠতর সম্পদ! আমরা বরং মাটি হতে তুলে নেবো কাদাময় ঘ্রাণ! বুকের নরমে জন্ম নেবে যুগের শ্রেষ্ঠ উচ্চারণ! আমরা ভালবাসা হবো; তারও আগে প্রেম হবো। তৃষ্ণার্ত যুগল চোখ হবে নৈঃশব্দ্যে বাঙময়।
একবার তাকিয়ে ও চোখে আমি কি মৃত্যু লিখিনি স্পর্শের বিনীত অক্ষরে? এ রকম অনেক লিখেছি মায়া, শিখেছি বুকের বিন্যাসে কার দাগ রাখা! কত রাত তোমাকে ভেবেছি; কতবার এ চোখ পৌঁছে গেছে তোমার শহরে। ভেতরে ডাকলে দৃশ্যান্তর তুমি বরং আরও বেশি সপ্রতিভ হয়ে ওঠো। যুগল বন্ধনী খসে পড়া রাতে আমরাও হয়েছিলাম প্রিয়তর হন্তারক অথচ আমাদের বিচার হবে এমন কোনো বিচারালয় ছিল না পৃথিবীতে!
একবার তাকিয়ে ছিলাম পরস্পর পৃথিবী দেখেছিল একটি জন্ম দৃশ্য। একবার প্রতিস্থাপিত হয়েছিল যুগল ঠোঁট পৃথিবী দেখেছিল শ্রেষ্ঠতম চুম্বন। একবার আমরা মিশে ছিলাম পরস্পর পৃথিবী দেখেছিল শ্রেষ্ঠতম আলিঙ্গন!
এরপর আমরা অনিবার্য স্থিতির সম্পাদ্যে উভয়ে অবিচ্ছেদ্য জেনেছি।
loading...
loading...
ভাগ্যিস জীবনের কথা সমূহ শেয়ার করেছেন। কবিতা বলে আত্ম স্বীকৃতি দিলে বিপদে পড়ে যেতাম। মন্তব্য করার সাহস পেতাম না। ঈশ্বর কেন যে এতো কম মেধা পুঁজিতে ধরায় পাঠালেন জানতে পারবো না। আপনার জন্য শুভেচ্ছা মি. সুমন আহমেদ।
loading...
ধন্যবাদ আজাদ ভাই আপনি সুন্দর বলেছেন। বিপদ থেকে বাঁচিয়েছেন।
loading...
"আমরা বরং মাটি হতে তুলে নেবো কাদাময় ঘ্রাণ! বুকের নরমে জন্ম নেবে যুগের শ্রেষ্ঠ উচ্চারণ! আমরা ভালবাসা হবো; তারও আগে প্রেম হবো। তৃষ্ণার্ত যুগল চোখ হবে নৈঃশব্দ্যে বাঙময়।"
আফসোস শুধু থেকেই গেল শ্রদ্ধেয় কবি সুমন দাদা। আজও এরকম হতে পারিনি দাদা। আপনার লেখা পড়ে এই কুলসিত মনটাকে পরিবর্তন করার আশা জাগছে। তা কি কখনো পারবো দাদা?
loading...
আমার লিখা বাণী নয় নিতাই দা। অলস মস্তিস্কের শাব্দিক প্রতিফলন। সম্পূর্ণ হোক আপনার জীবন এই প্রত্যাশা।
loading...
কবিতার চেয়েও জটিল করে লিখেছেন, রোম্যান্টিক কিছু হবে। এইটুকু বুঝলাম মাত্র
loading...
রোম্যান্টিক ঘরানার লিখাই এটা আসিফ আহমেদ ভাই।
loading...
শরীরটা একটু খারাপ, তাই মনও ভালো লাগছে না
loading...
দ্রুত সুস্থ হয়ে উঠুন ভাই। দোয়া করি।
loading...
সময়ের বিবর্তনে কতো কিছু বদলে যায়; তুমি আমি বদলাবো এমনটা ভাবি না কখনো। আমরা বরং অধিকতর সুন্দরের কাছে সমর্পিত হবো।
এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হয় না। পৃথিবী গড়ে উঠুক শান্তিতে। ভালোবাসা কবি।
loading...
খুব ভালো কথা কবি সৌমিত্র চক্রবর্তী। অগনন শুভেচ্ছা।
loading...
অসাধারণ লিখেছেন কবি সুমন আহমেদ দা। মুগ্ধ।
loading...
ধন্যবাদ কবি রিয়া চক্রবর্তী।
loading...
একবার আমরা মিশে ছিলাম পরস্পর পৃথিবী দেখেছিল শ্রেষ্ঠতম আলিঙ্গন! এরপর আমরা অনিবার্য স্থিতির সম্পাদ্যে উভয়ে অবিচ্ছেদ্য জেনেছি। অসাধারণ চিত্রপট।
loading...
ধন্যবাদ হরবোলা আবু সাঈদ ভাই।
loading...
জীবন কবিতা বা জীবনালেখ্য অসাধারণ হয়েছে কবি সুমন ভাই।
loading...
কৃতজ্ঞতা কবি শাকিলা তুবা।
loading...
আপনার লিখাটি আমি অফলাইনে বেশ কয়েকবার পড়েছি সুমন ভাই। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
loading...
খুব খুশি হলাম কবি সাজিয়া আফরিন।
loading...
একবার তাকিয়ে ছিলাম পরস্পর পৃথিবী দেখেছিল একটি জন্ম দৃশ্য। একবার প্রতিস্থাপিত হয়েছিল যুগল ঠোঁট পৃথিবী দেখেছিল শ্রেষ্ঠতম চুম্বন। একবার আমরা মিশে ছিলাম পরস্পর পৃথিবী দেখেছিল শ্রেষ্ঠতম আলিঙ্গন!
বাহ্ চমৎকার ভাবনা
loading...
ধন্যবাদ কবি শান্ত চৌধুরী ভাই।
loading...
একবার আমরা মিশে ছিলাম পরস্পর পৃথিবী দেখেছিল শ্রেষ্ঠতম আলিঙ্গন!
এরপর আমরা অনিবার্য স্থিতির সম্পাদ্যে উভয়ে অবিচ্ছেদ্য জেনেছি।
loading...
জ্বী আনু ভাই। অনেক ধন্যবাদ আমার পোস্টে আপনাকে দেখে।
loading...
অসাধারণ একটি লেখা পড়ছিলাম এতক্ষণ। আমি তো কবিতা বলেই ধরে নিয়েছিলাম কবি সুমন আহমেদ।তবে হ্যাঁ, জীবন বোধের এই লেখাটি সুন্দর একটা কবিতার চিরন্তন সুখ পাঠ্য হয়ে উঠতে পারতো।
loading...
অশেষ কৃতজ্ঞতা কবি হাসনাহেনা রানু। খুশি হলাম।
loading...