একটি জোনাক অতর্কিতে ছুঁয়ে যাবো
ঘুমিয়ে পড়েছো যদিও! যদিও জোছনার রাত ঘুমহীন জেগে রও! একটি জোনাক অতর্কিতে ছুঁয়ে যাবো। জোছনায় মাখা হৃদয়ের কিছু আরতি ভরে, বোশেখের খামে ডাক পাঠাবো। একটি কবিতা হৃদয় কালিতে মেঘকে উপমা করে, তোমার নামে বাতাসে ভাসাবো! একটি দুয়ার আগল খুলে তোমাকে দেখাবো; ভেতরের ডাক, বিবিধ ফাগুন, চিত্রকল্পে চৈত্র বোশেখে, তোমার অঙ্গের উপমা সাজাবো! একটি পাঁজর খুলে নিয়ে হাতে তোমাকে দেখাবো! একটি পাঁজরের প্রত্নতত্ত্ব পুরান ঘেটে ইতিবৃত্ত দেখে নিও!
ঘুমিয়ে পড়েছো যদিও! যদিও একলা এ রাত ঘুমহীন জেগে রও! একটি জোনাক আচানক ছুঁয়ে যাবো। একটি জলের পাত্র হয়ে, আজন্ম জমানো, বুকের সকল তৃষ্ণা মেটাবো! একটি নদীতে উজাড় সাঁতারে, পরস্পরে তুমুল ভাসাবো! একটি জোনাক, একলা এ রাত; সুদে ও আসলে- সকল প্রাপ্য, কড়ায় গণ্ডায় তোমাকে দিয়ে, ঘাসের বিছানা, মাটির এঁটেলে নিখাদ ঘুমাবো!
GD Star Rating
loading...
loading...
GD Star Rating
loading...
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
মুগ্ধ করার মতো বা মুগ্ধ হবার মতো কবিতা নিঃসন্দেহে।
অভিনন্দন মি. সুমন আহমেদ।
loading...
ধন্যবাদ প্রিয় আজাদ ভাই। সালাম।
loading...
একটি জোনাক অতর্কিতে ছুঁয়ে যাবো। বাহ্।
loading...
শুভেচ্ছা ধন্যবাদ কবি সৌমিত্র চক্রবর্তী।
loading...
একটি কবিতা হৃদয় কালিতে মেঘকে উপমা করে, তোমার নামে বাতাসে ভাসাবো! একটি দুয়ার আগল খুলে তোমাকে দেখাবো; ভেতরের ডাক, বিবিধ ফাগুন, চিত্রকল্পে চৈত্র বোশেখে, তোমার অঙ্গের উপমা সাজাবো!
loading...
কৃতজ্ঞতা কবি রিয়া রিয়া। আজকে আপনার গদ্যটিও অসাধারণ মানের।
loading...
শব্দনীড়ে যে কয়েকজনের কবিতা আমি আগ্রহ নিয়ে পড়ি, আপনি তাদের অন্যতম এবং পড়ার পরে কখনো হতাশ হই না।
loading...
ধন্যবাদ। আপনার কথায় আনন্দিত হলাম আনু আনোয়ার ভাই।
loading...
সুন্দর বেশ অনুপ্রাণিত কবি দা
loading...
ধন্যবাদ কবি আলমগীর সরকার ভাই।
loading...
মুগ্ধতা একরাশ।
ভাল থাকুন প্রিয়।
loading...
আপনাকে ধন্যবাদ।
loading...
বাহ্
loading...
ধন্যবাদ।
loading...
অন্যরকম একটা ছন্দ আছে লেখায়, দারুণ স্পর্শ করলো। এরকম আরও লিখুন। শুভেচ্ছা ভরপুর।
loading...
অনেক ধন্যবাদ কবি অর্ক রায়হান।
loading...
আমার কাছে আপনার প্রতিটি লেখাই ভালো লাগে। অভিনন্দন কবি।
loading...
ধন্যবাদ কবি শাকিলা তুবা।
loading...