আমি তোমারি নাম গাই

কিছু গানের মধ্যে অদ্ভুত মাদকতা থাকে। শুরুতে প্রভাব না পড়লেও ধীরে ধীরে তলিয়ে যেতে হয়। ‘আমি তোমারি নাম গাই’ ঠিক সেরকমই একটা গান আমার জন্য। গত দুই সপ্তাহ ধরে এ মাদকতায় আসক্ত আমি। সকালের রোদে রিক্সায় প্রিয় মানুষের পাশে চলতে চলতে যে গুনগুন করছিলাম তা অফিসের বস্‌ এর সামনেও অজান্তে চলে আসছিল। সহজ সাধারণ কথা, সুর এবং অসম্ভব দরদী কন্ঠের এ গান যে কোন ধীর লয়ের গান পছন্দ করা মানুষের ভাল লাগবে নিশ্চিত ভাবে।

আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি,
আমি আকাশ ও রোদের দেশে ভেসে ভেসে বেড়াই
মেঘের পাহাড়ে চড় তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

ভালবাসা করে আশা তোমার অতল জল
শীতল করবে মরুভূমি,
জলে কেন ডাঙ্গায় আমি ডুবতেও রাজি আছি
যদি ভাসিয়ে তোল তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

তুমি এসো ফসলের ডাকে বটের ঝুরির ফাকে
আর এসো স্বপ্ন ঘুমে,
এই স্বপ্ন দুচোখ খুলে জেগে দেখা যায়
যদি নয়ন তারায় বসো তুমি,
আমি তোমারই, তোমারই তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে
অসহায় জন্মভূমি,
আজ একতারার চিলা তোমার স্পর্শ চায়
যদি টংকার দেও তুমি,
আমি তোমারই, তোমারই, তোমারই নাম গাই
আমার নাম গাও তুমি ।।

পুনশ্চঃ মন আকুল করা এ গানের শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য গত ৭ মার্চ ২০১৭ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যতবার শুনি ততবার মন খারাপ হয়। এ সড়ক আর কত মানুষকে কেড়ে নিবে জানা নাই!

www.youtube.com/watch?v=mAhBg65a5FE

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৩ টি মন্তব্য (লেখকের ৫টি) | ৫ জন মন্তব্যকারী

  1. মোঃ খালিদ উমর : ১৪-০৩-২০১৭ | ১৮:০৩ |

    youtu.be/crZtvYj0Wxw

    GD Star Rating
    loading...
    • নীল সঞ্চিতা : ১৪-০৩-২০১৭ | ২১:০৭ |

      এত কিছু কবে করেছেন?

      GD Star Rating
      loading...
      • মোঃ খালিদ উমর : ১৪-০৩-২০১৭ | ২১:৩৬ |

        ধন্যবাদ নীল! অনেক আগের করা। যখন হাতে প্রচুর সময় ছিল। এখনতো শাহানশাহকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। কম্পিউটারে বসতে দেখলেই ত্তিনি মনে করেন তার জন্যই কম্পিউটার অন করা হয়েছে।

        GD Star Rating
        loading...
  2. মুরুব্বী : ১৪-০৩-২০১৭ | ১৯:৩২ |

    নরম স্বর এবং সুর হৃদয় কাড়ে। পোস্টের গীতিকাব্য এবং চলচ্চিত্র সংযোজন দারুণ।

    youtu.be/XB6hOr0sC38

    GD Star Rating
    loading...
    • মিতা : ১৪-০৩-২০১৭ | ২০:১০ |

      এই ছবিটা কদিন আগে দেখলাম। সমাপ্তিটা ভালো লাগেনি ।

      GD Star Rating
      loading...
      • নীল সঞ্চিতা : ১৪-০৩-২০১৭ | ২১:০৯ |

        আজগুবি কাহিনীর আজগুবি সিনেমা। নায়কটাকে যে কোত্থেকে এনেছে। মারতে ইচ্ছে করেছে। তবে গান কবিতাগুলো ভাল।

        GD Star Rating
        loading...
    • মুরুব্বী : ১৪-০৩-২০১৭ | ২০:৪৮ |

      https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_yes.gif https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_cry.gif

      GD Star Rating
      loading...
  3. ফকির আবদুল মালেক : ১৪-০৩-২০১৭ | ১৯:৪৪ |

    ধন্যবাদ।

    পুনশ্চঃ মন আকুল করা এ গানের শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য গত ৭ মার্চ ২০১৭ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। যতবার শুনি ততবার মন খারাপ হয়। এ সড়ক আর কত মানুষকে কেড়ে নিবে জানা নাই!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    GD Star Rating
    loading...
  4. মিতা : ১৪-০৩-২০১৭ | ২০:০৯ |

    এই গানের একটা কথা খুব ভালো লেগেছে “কবিতা গেল মিছিলে মিছিল নিয়েছে চিলে”।

    GD Star Rating
    loading...
    • নীল সঞ্চিতা : ১৪-০৩-২০১৭ | ২০:৩৬ |

      আমারও লাইনটা বেশ ভাল লেগেছে।
      ভাল থাকবেন।

      GD Star Rating
      loading...
  5. আনু আনোয়ার : ১৫-০৩-২০১৭ | ১৪:৫৬ |

    অতি চমৎকার পোস্ট। গানটি শুনিনি। কিন্তু গানের কথাগুলো বেশ ভাল লেগেছে। মনে হচ্ছে গানটাও শুনতে হবে।

    ধন্যবাদ। সড়ক দূর্ঘটনায় মারা যাওয়াটা নৈমত্তিক হয়ে গেছে। এখন দোষীদের বিচার করলে তার প্রতিবাদে (!) আন্দোলন চলে।

    GD Star Rating
    loading...
    • নীল সঞ্চিতা : ১৫-০৩-২০১৭ | ১৬:২৫ |

      সময় করে শুনে দেখবেন। ভাল লাগবে।

      GD Star Rating
      loading...