নির্বাক

কোথাকার নীল তুমি?
কোথাকার ধবল কাশফুল?
আমি জন্ম হতেই কালো কৃতদাস।
আমার নখে নোনাজল
আমার ভাংগা কেশে তারার হাহাকার
ঘামে শুকনো রুটির গন্ধ।

জানতে চাও?
কার জন্য এই কবিতা।
কার জন্য ল্যাম্পপোস্টের নীচে নির্বাসন?
আর রং চায়ে কড়া মেকাপ?

আমি লুকোতে চাই।
আমাকে তুলে ধরো শুন্যে।
ছুড়ে ফেল ডাস্টবিনে।
বুক চিরে বীজ বুনে দাও সবুজের।

ভেবোনা তোমার শাড়িতে খুজেছি
আমার আদিম উন্মাদনা।
নষ্ট অহংকারের হাসি।
আমি গল্পের চিত্রায়িত প্রেমিক নই।
আমি মায়ায় আটকে পরা দাস।

তুমি বরাবরের মতো আজও নির্বাক।

তোমার নির্বাকতায় আজ আমার অভিশাপ।

GD Star Rating
loading...
GD Star Rating
loading...
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের,লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

২ টি মন্তব্য (লেখকের ১টি) | ১ জন মন্তব্যকারী

  1. মুরুব্বী : ২১-০৪-২০১৭ | ২৩:৩৮ |

    অসাধারণ লিখন।

    GD Star Rating
    loading...
    • কাব্যকাল : ২৯-০৪-২০১৭ | ১৫:৪৫ |

      ধন্যবাদ!

      GD Star Rating
      loading...